শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কৈখালীতে শান্তি সংঘের আয়োজনে কবর খননকারীদের সম্মাননা প্রদান শ্যামনগরে দূরপাল্লার পরিবহন কাউন্টারে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা প্রতাপনগর ইউনিয়নের পাবলিকান শিক্ষার্থীদের ঈদ মিলনমেলা অনুষ্ঠিত বেড়ীবাঁধ ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রান ও ঔষধ বিতরন নূরনগরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত তালার নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনা আনুলিয়ায় উদারতার খাদ্য বিতরণ প্লাবিত আনুলিয়া এলাকা পরিদর্শণে বিভাগীয় কমিশনার ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান আশাশুনির প্লাবিত এলাকায় নৌবাহিনীর ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান কয়রায় মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিতে জাপান শীর্ষক মতবিনিময়

১৩ বছরের কিশোরকে সিক্রেট সার্ভিস এজেন্টের সম্মাননা দিলেন ট্রাম্প

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৫ মার্চ, ২০২৫

এফএনএস আন্তজার্তিক ডেস্ক: মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেক্সাসের ১৩ বছর বয়সি কিশোর ডিজে ড্যানিয়েলকে সম্মানসূচক সিক্রেট সার্ভিস এজেন্ট হিসেবে নিয়োগের ঘোষণা দিয়ে চমকে দিলেন সবাইকে। বিরল এক মুহূর্তের সাক্ষী থাকল মার্কিন কংগ্রেস, যেখানে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলই এই সিদ্ধান্তকে সাধুবাদ জানায়।
২০১৮ সালে বিরল এক ধরনের ক্যানসারে আক্রান্ত হয় ডিজে ড্যানিয়েল। চিকিৎসকরা বলেছিলেন, সে হয়তো পাঁচ মাসের বেশি বাঁচবে না। কিন্তু এই অদম্য কিশোর সব প্রতিকূলতা জয় করে ছয় বছর ধরে মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। তার বরাবরের স্বপ্ন ছিল একদিন পুলিশ অফিসার হওয়ার, আর সেই স্বপ্নকেই বিশেষ সম্মানে রূপ দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
কংগ্রেসে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, “ডিজে ড্যানিয়েলের সাহসিকতা ও জীবনসংগ্রাম আমাদের সবার জন্য এক অনুপ্রেরণা। মাত্র পাঁচ মাস সময় বেঁচে থাকার কথা ছিল, কিন্তু সে ছয় বছর ধরে অসম্ভব এক লড়াই চালিয়ে যাচ্ছে। আজ আমরা তাকে একটি বিশেষ সম্মানে ভূষিত করছি।”
এরপর তিনি সিক্রেট সার্ভিসের নবনিযুক্ত পরিচালক শন কুরানকে নির্দেশ দেন, ডিজে ড্যানিয়েলকে আনুষ্ঠানিকভাবে সিক্রেট সার্ভিসের সম্মানসূচক এজেন্ট হিসেবে নিয়োগ দিতে। ট্রাম্পের এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গেই কংগ্রেস সদস্যরা দাঁড়িয়ে করতালি দেন, মুহূর্তেই পুরো ক্যাপিটল ভবন করতালিতে মুখর হয়ে ওঠে।
ডিজে ড্যানিয়েলকে আনুষ্ঠানিকভাবে ব্যাজ পরিয়ে দেন সিক্রেট সার্ভিসের পরিচালক। ডেমোক্র্যাট ও রিপাবলিকান নেতারা একসঙ্গে দাঁড়িয়ে এই তরুণ যোদ্ধাকে অভিনন্দন জানান। কয়েকজন সদস্য তাকে সস্নেহে কোলে তুলে নেন, যা এই ঐতিহাসিক মুহূর্তকে আরও আবেগঘন করে তোলে।
মার্কিন রাজনীতিতে যেখানে বিভক্তি এখন চরমে, সেখানে ডিজে ড্যানিয়েলকে দেওয়া এই সম্মান ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের কাছ থেকেই প্রশংসা কুড়িয়েছে। ট্রাম্পের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ডেমোক্র্যাট সদস্যরাও, যা বর্তমান রাজনৈতিক মেরুকরণের মধ্যে বিরল ঘটনা।
তবে কংগ্রেসে আবেগঘন মুহূর্তের পরই স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসে পরিবেশ। ট্রাম্প যখন স্বাস্থ্যখাত নিয়ে তাঁর প্রশাসনের নীতির ব্যাখ্যা দিতে শুরু করেন, তখনই ডেমোক্র্যাট সদস্য রশিদা তালিব হোয়াইট বোর্ডে দেখিয়ে দেন, কীভাবে ট্রাম্পের বাজেট পরিকল্পনায় ক্যানসার গবেষণার জন্য বরাদ্দ কমানো হয়েছে। ফলে কংগ্রেসের মধ্যে বিতর্কের আঁচ আবারও ছড়িয়ে পড়ে।
তবে দিন শেষে, ডিজে ড্যানিয়েলের সম্মাননা প্রদানের ঘটনা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে এক ইতিবাচক বার্তা দিয়ে গেল। এই কিশোরের লড়াই এবং তার প্রতি সম্মান প্রদর্শনের মুহূর্তটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com