এফএনএস বিদেশ : মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী ও নোবেল জয়ী অং সান সুচি’র ১৫০ বছরের সাজা হবার শঙ্কা দেখা দিয়েছে। মিয়ানমারের সামরিক সরকার তার বিরুদ্ধে ১১ তম অভিযোগে হিসেবে দুর্নীতির বিষয়টি বলা হয়েছ। আল জাজিরা জানিয়েছে, সুচি’র বিরুদ্ধে গত বৃহস্পতিবার নতুন একটি অভিযোগটি আনা হয়। তার বিরুদ্ধে আনা সবগুলো অভিযোগ তার বিরুদ্ধে আদালতে প্রমাণিত হলে ১৫০ বছর সাজা হতে পারে। মিয়ানমার সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সুচি তার মায়ের নামে একটি দাতব্য ফাউন্ডেশনের জন্য অনুদান হিসাবে ৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার গ্রহণ করেছেন। তবে বিবৃতিতে বিচারকার্যসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি। গত বছরের ১ ফেব্র“য়ারি সামরিক সরকার মিয়ানমারের ক্ষমতা দখলের পর থেকেই ৭৬ বছর বয়সী এই নেত্রী বন্দী অবস্থায় রয়েছেন। স্থানীয় পর্যবেক্ষকদের বরাতে আল জাজিরা জানায়, সামরিক সরকরের ক্ষমতা অধিগ্রহণের ১ বছরে সরকারের বিরোধিতা করায় প্রায় ১ হাজার ৫০০ বেসামরিক নাগরিককে মেরে ফেলা হয়েছে। সুচির বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা বিচারাধীন। সামরিক বাহিনীর বিরুদ্ধে উসকানিসহ কোভিড ১৯ সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগ আইন লঙ্ঘনের দায়ে গত ৬ ডিসেম্বর তাকে ৪ বছরের কারাদন্ড দেওয়া হয়। যদিও দুই বছরের সাজা মওকুফ করেন জান্তা প্রধান মিং অং হ্লাইং।