এফএনএস: আগামী ১৫ জুন থেকে দেশে জনশুমারি ও গৃহ গণনা শুরু হচ্ছে। চলবে আগামী ২১ জুন পর্যন্ত। এই জনশুমারি পরিচালিত হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে বলে জাতীয় সংসদে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। গতকাল সোমবার জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে পরিকল্পনামন্ত্রী এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, আগামী ১৫ থেকে ২১ জুন দেশব্যাপী ষষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা হবে। উন্নয়ন অগ্রযাত্রার এই গুরুত্বপূর্ণ লগ্নে উন্নত সমৃদ্ধ ও ডিজিটাল বাংলাদেশ গঠন করতে এবারের জনশুমারি অতীতের যে কোনো সময়ের চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকারের গৃহীত ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসেবে প্রথম বারের মতো সর্বাধুনিক পদ্ধতি ব্যবহার করে আমরা ডিজটাল জনশুমারি পরিচালানা করতে যাচ্ছি। বৈশ্বিক পজিশনে আমরা পূর্ণাঙ্গ ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি পরিচালনার এক অনন্য কৃতিত্ব অর্জন করতে যাচ্ছি যা আমাদের জন্য একটি গৌরবের বিষয়। জনশুমারি ও গৃহগণনায় জনগণ যাতে সক্রিয় অংশ নিয়ে সঠিক তথ্য দেয়, সেজন্য সব সংসদ সদস্যের সহায়তা চান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মন্ত্রী জানান, শুমারি শুরুর প্রাক্কালে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন। মন্ত্রী জানান, শুমারির প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ৭ জুন রাষ্ট্রপতি উদ্বোধনী খাম সংবলিত স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন। তিনি বলেন, শুমারি শুরুর প্রাক্কালে ১৪ জুন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ প্রদান করবেন। এছাড়া, বহুল প্রচারিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় নিয়মিত বিজ্ঞাপনের পাশাপাশি আগামী ১৫ জুন জনশুমারি বিষয়ে ক্রোড়পত্র প্রকাশ করা হবে। মন্ত্রী তার বিবৃতিতে শুমারি নিয়ে সার্বিক পরিকল্পনা তুলে ধরেন।