শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

‘১ বছরের ছুটিতে’ স্পাল্লেত্তি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: নাপোলিকে সেরি আ শিরোপা জিতিয়ে প্রশংসার সাগরে ভাসছেন লুসিয়ানো স্পাল্লেত্তি। স্বাভাবিকভাবে তাকে খুব করে ধরে রাখতে চায় তার ক্লাব। কিন্তু স¤প্রতি ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়নের প্রসঙ্গ উঠতে স্পষ্ট জবাব এড়িয়ে যান তিনি। এবার জানা গেল, কোচিং থেকে এক বছরের জন্য বিরতির নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ইতালিয়ান। ক্লাবটির প্রেসিডেন্ট অরেলিও দে লাউরেন্তিস খবরটি নিশ্চিত করেছেন। ২০২১ সালে নাপোলির দায়িত্ব নেন স্পাল্লেত্তি। প্রথম মৌসুমে তার হাত ধরে সেরি আয় তৃতীয় হয় ক্লাবটি। আর চলতি মৌসুমে মৌসুমে সবাইকে চমকে দিয়ে অবিশ্বাস্য ধারাবাহিক পারফরম্যান্সে ৩৩ বছরের খরা ঘুচিয়ে লিগ চ্যাম্পিয়ন হয় তারা। নাপোলির সঙ্গে আরও এক বছরের চুক্তির মেয়াদ আছে ৬৪ বছর বয়সী স্পাল্লেত্তির। কিন্তু এবার জানা গেল, থাকছেন না তিনি। সেরি আয় রোববার বোলোনিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে নাপোলি। এদিন ইটালিয়ান ব্রডকাস্টার রাইয়ের সঙ্গে আলাপচারিতায় স্পাল্লেত্তির কোচিং থেকে বিরতির কথা জানান দে লাউরেন্তিস। “তিনি (লুসিয়ানো স্পাল্লেত্তি) আসলে স্বাধীনচেতা মানুষ। তিনি আমাদের দারুণ কিছু মুহূর্ত উপহার দিয়েছেন এবং আমি তাকে ধন্যবাদ জানাই। এটা ঠিক যেম তিনি মনের কথা শোনেন।” ইতালীয় সংবাদমাধ্যম কোরিয়ে দেল্লো স্পোর্ত-এর খবর, স্পাল্লেত্তির উত্তরসূরি হিসেবে ‘আদর্শ প্রার্থী’ হিসে লুইস এনরিকের কথা ভাবছে নাপোলি। কাতার বিশ্বকাপের পর স্পেন জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো ৫৩ বছর বয়সী এনরিকে এখন কোনো দলে নেই। চলতি মৌসুমে নাপোলির শেষ ম্যাচ আগামী রোববার, সাম্পদোরিয়ার বিপক্ষে। এই ম্যাচেই শেষবারের মতো ইটালিয়ান চ্যাম্পিয়নদের ডাগআউটে দেখা যাবে স্পাল্লেত্তিকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com