শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৪০ অপরাহ্ন

২০২৮ সাল পর্যন্ত বার্সায় টার স্টেগান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

এফএনএস স্পোর্টস: জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত ক্যাম্প ন্যুতেই থাকছেন তিনি। ক্লাবের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন চুক্তিতে টান স্টেগানের বাই-আউট ক্লজ ধরা হয়েছে ৫০০ মিলিয়ন ইউরো। স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টের সূত্র ধরে জানা গেছে, ৩১ বছর বয়সী এই গোলরক্ষক নতুন চুক্তিতে তার বেতন কমানোর বিষয় নিয়ে বার্সেলোনার সাথে একমত হয়েছেন। লা লিগার ফিন্যানশিয়াল ফেয়ার প্লের আইন অনুযায়ী এবারের মৌসুমে দলবদলসহ আরো কিছু বিষয়ে বার্সার আর্থিক বিষয়ে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। লা লিগার ট্রান্সফার আইন অনুযায়ী বার্সা তাদের নতুন আসা সব খেলোয়াড়ের সঙ্গে এখনো রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি। একই সাথে ক্লাবের থেকে কিছু খেলোয়াড়কে ছাঁটাইও করতে হচ্ছে। এখনো মার্কোস আলনসো, ইনাকি পেনা ও ইনিগো মার্টিনেজের সাথে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি। ৩১ বছর বয়সী টার স্টেগান ২০২০ সালে যখন নতুন চুক্তিতে স্বাক্ষর করেছিলেন তখন তার চুক্তি নিয়েও একই সমস্যা দেখা দিয়েছিল। করোনাকালে বার্সেলোনার আর্থিক ক্ষতির বিষয়টি তখন সামনে চলে এসেছিল। ২০১৪ সালে বরুশিয়া মচেনগø্যাডবাখ থেকে আসার পর এ নিয়ে দশম মৌসুমে কাতালানদের হয়ে খেলছেন এই জার্মান গোলরক্ষক। এই সময়ের মধ্যে বার্সেলোনার হয়ে খেলেছেন ৩৭৯টি ম্যাচ, পাঁচটি লা লিগা, পাঁচটি কোপা ডেল রে ও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপাসহ জিতেছেন ১৫টি ট্রফি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com