এফএনএস: দেশে করোনা শনাক্তের হার বেশ কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায়ও নতুন করে শনাক্ত হয়েছেন ৪৩৩ জন। এর মধ্যে ঢাকা বিভাগেই ৩৯৩ জন, আর ঢাকা শহরে শনাক্ত হয়েছেন ৩৮৫ জন; যা মোট শনাক্তের প্রায় ৯০ শতাংশ। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশের আট বিভাগের মধ্যে ময়মনসিংহ, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়নি কেউ। এর বাইরে চট্টগ্রামে শনাক্ত হয়েছেন ৩৭ জন। আর রাজশাহী বিভাগে একজন এবং খুলনায় দুই জন শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬ দশমিক ২৭ শতাংশ। তবে এই সময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে কেউ মারা যায়নি।