এফএনএস স্পোর্টস: সর্বশেষ ১৯৯৮ সালে পাকিস্তান সফরে এসেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এরপর পেরিয়ে গেছে দীর্ঘ সময়। কিন্তু এশিয়াদের দেশটিতে আর আসা হয়নি। তাছাড়া নিরাপত্তা শঙ্কায় ২০০৯ সালের পর থেকে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন বন্ধ ছিল। সবমিলিয়ে ব্যাটে-বলে আর হয়ে ওঠেনি। অবশেষে সিরিজটির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাশাপাশি গতকাল শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামী ৪-৮ মার্চ রাওয়ালপিন্ডিতে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট মাঠে গড়াবে। এরপর ১২-১৬ মার্চ দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে করাচিতে। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি হবে ২১-২৫ মার্চ লাহোরে। এরপর ২৯ ও ৩১ মার্চ এবং ২ এপ্রিল তিনটি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে উভয় দল। সবগুলো ম্যাচই রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিও ৫ এপ্রিল রাওয়ালপিন্ডিতে হবে। একনজরে অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজ সূচি : ১ম টেস্ট- ৪-৮ মার্চ- রাওয়ালপিন্ডি। ২য় টেস্ট- ১২-১৬ মার্চ- করাচি। ৩য় টেস্ট- ২১-২৫ মার্চ- লাহোর। ১ম ওয়ানডে- ২৯ মার্চ- রাওয়ালপিন্ডি। ২য় ওয়ানডে- ৩১ মার্চ- রাওয়ালপিন্ডি। ৩য় ওয়ানডে- ২ এপ্রিল- রাওয়ালপিন্ডি। একমাত্র টি-টোয়েন্টি- ৫ এপ্রিল- রাওয়ালপিন্ডি।