সাতক্ষীরা জেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ, সাতক্ষীরা সদর ও পৌর আ’লীগের নেতৃবৃন্দ এবং আ’লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে জানানো যাইতেছে, আগামী ২৫ মার্চ ২০২৪ সোমবার ইফতার ও নামাজের পর সন্ধ্যা ৭টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বল করা হবে। সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, প্রচার সম্পাদক এড.অনিত মুখার্জি, সংস্কৃতি সম্পাদক শামীমা পারভীন রত্না ও স্বাস্থ্য সম্পাদক ডা: সুব্রত কুমার ঘোষ। অপর দিকে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় খুলনারোড মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন, সাড়ে ১০টায় জেলা আ’লীগের কার্যালয়ে স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকলকে কর্মসূচিতে অংশ গ্রহন করার জন্য আহ্বান জানিয়েছেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম।