এস এম জাকির হোসেন শ্যামনগর থেকেঃ আগামী ২৭ এপ্রিল ২০২২ সাতক্ষীরা শ্যামনগর সফর করবেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। তার সফর সূচি অনুযায়ী জানাযায়, তিনি পৃথিবীর বিখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট শ্যামনগর উপজেলার সুন্দরবনের কোলে গড়ে ওঠা আকাশ লীনা ইকো ট্যুরিজম সেন্টার, সুন্দরবন টাইগার পয়েন্ট ভ্রমন শেষে উপকূলের জলবায়ু কারণে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। দুপুরে কলবাড়ী বরসা রিসোর্টে বিশ্রাম করবেন এবং মধ্যহ্নভোজ করবেন। তিনি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিনিধিদ সহ গণমাধ্যম কর্মীদের সাথে বৈঠক করবেন। জানা গেছে, ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী এলাকা এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করবেন, প্রস্তুতি গ্রহণ করছেন শ্যামনগর উপজেলা প্রশাসন। রাজকুমারির শ্যামনগর আগমনকে ঘিরে সাজসাজ রব পড়ে গেছে চারিদিকে। তার সফর এলাকা মুন্সিগঞ্জ কুলতলী ও বুড়িগোয়ালিনী দাতিনাখালি এলাকার ইটেরসোলিং রাস্তা দ্রুত মেরামত ও পরিস্কার পরিচ্ছন্নতার সহ সার্বিক কাজ চলছে। তার বহনকৃত হেলিকপ্টারটি কক্সবাজার থেকে সুশীলন টাইগার পয়েন্টে অবতরণ করবে বলেও জানিয়েছেন উপজেলা প্রশাসন। তার সফরকে ঘিরে পার্শ্ববর্তী দুটি ইউনিয়নের কয়েকটি এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। রাজকুমারির আগমন সফল করতে সরেজমিনে প্রস্তুতির কাজ দেখাশুনা করছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত গোয়েন্দা সংস্থা (এসএসএফ), সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা পুলিশ, উপজেলা নির্বাহী অফিসার শ্যামনগর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা ইঞ্জিনিয়ার, পানি উন্নয়ন বোর্ডের পদস্থ কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ বাংলাদেশ সরকারের প্রশাসনিক বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। শ্যামনগর সফর শেষ করে রাজকুমারী বিকালে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।