রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

২ প্রতারক আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৫ মে, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরার কালিগঞ্জে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতার কার্ড দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুই প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, কালিগঞজ্ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মরহুম আজগার আলীর ছেলে মিজানুর রহমান (৪২) ও একই গ্রামের আবদুল ওহাবের ছেলে আবু সালেক (৪৫)। ৪ মে শনিবার সকাল ১১ টার দিকে কালিগঞ্জ উপজেলার নলতার মাঘুরালী গ্রাম থেকে তাদের আটক করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকালে মাঘুরালী গ্রামের আবু বক্কারের স্ত্রী ময়না পারভীনকে প্রতিবন্ধী ভাতা কার্ড করিয়ে দেয়ার নাম করে ১ হাজার ৫শত টাকা দাবি করেন মিজানুর রহমান ও আবু সালেক। এর আগে গত বৃহস্পতিবার তারা ময়না পারভীনের কাছ থেকে ১ হাজার ৫শত টাকা হাতিয়ে নেন। একই সাথে ময়নার শাশুড়ি আনোয়ারা বেগমকে বয়স্কভাতার কার্ড করে দেয়ার নাম করে ১ হাজার ৮শত টাকা দাবি করেন। তাৎক্ষণিক আনোয়ারা বেগম তাদেরকে ৩শত টাকা প্রদান করেন। এর প্রায় এক সপ্তাহ আগে পাশর্^বর্তী বিশেলক্ষী গ্রামে গর্ভবতী ভাতা কার্ডের নামে আবু বক্কারের কাছ থেকে হাতিয়ে নেন ১ হাজার ৫শত টাকা। ভুক্তভোগী আবু বক্কার জানান, আমার সন্তান জন্মগ্রহণ করেছে কয়েক মাস আগে। কিন্তু মিজানুর রহমান ও আবু সালেক গর্ভকালীন সময়ের কাগজপত্র ও সেই সাথে ১ হাজার ৫শত টাকা দিলে এক সপ্তাহের মধ্যে অনুদানের ব্যবস্থা করে দেবেন বলে আশ^াস দেন। এছাড়াও তার প্রতিবেশী শফিকুল ইসলামের কাছ থেকেও টাকা নিয়েছে বলে তিনি জানান। বিষয়টি ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম জানতে পেরে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানকে জানান। চেয়ারম্যান আজিজুর রহমান দফাদাকে ঘটনাস্থলে পাঠিয়ে জনতার হাতে আটক মিজানুর রহমান ও আবু সালেককে ইউনিয়ন পরিষদের নিয়ে আসেন। তাদের কাছে প্রতিবন্ধী কার্ডের ফরম, বিভিন্ন এলাকার মহিলাদের এনআইডি কার্ডের ফটোকপি, ছবি, বিভিন্ন কাগজপত্র, মেডিকেল অফিসারের সিল ও ভূয়া মেডিকেল সার্টিফিকেট পাওয়া গেছে। ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান থানায় খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com