বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

২ স্পিডবোটের সংঘর্ষ: মৃতের সংখ্যা বেড়ে ৫

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

এফএনএস: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে দুইটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিখোঁজ আরও দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ জনে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে ও দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পদ্মা নদী থেকে ফায়ার ডিফেন্স ও নৌ-পুলিশের চলমান যৌথ উদ্ধার অভিযানে এই দুইজনের লাশ উদ্ধার করা হয়। এর আগে, গত শনিবার স্পিডবোট দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ ছাড়া নিখোঁজ থাকা আরও দুইজনের লাশ গত মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার করা হয়। গতকাল বুধবার উদ্ধারকৃতরা হলেন- ফরিদপুর কোতয়ালি থানার মুন্সিবাজার এলাকার রাজ গোপাল গোস্বামীর ছেলে বলরাম ঘোষ (৩৪) ও জেলার সদরপুর উপজেলার চরবিষ্ণপুরের সুরমান শেখের ছেলে খোকন শেখ (৩৮)। চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা কবির ত্রপা বলেন, স্পিডবোট সংঘর্ষের ঘটনার দিন একজন নিহত হন। এর পরে নিখোঁজ থাকা এ পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হলো। আরও একজন নিখোঁজ রয়েছেন বলে দাবি স্বজনদের। এখনও উদ্ধার অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি। চরভদ্রাসন থানার ফায়ার ডিফেন্সের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. মোর্তূজা ফকির জানান, গত শনিবার উপজেলার পদ্মা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হন। এ ছাড়া ওই ঘটনায় আরও কিছু যাত্রী নিখোঁজ হন। তাদের খোঁজে গত সোমবার বিকেল থেকে ঢাকা, ফরিদপুর, চরভদ্রাসন ফায়ার ডিফেন্সের তিনটি ইউনিট ও নৌ-পুলিশের যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পদ্মা নদী থেকে এ পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com