নগরঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা – খুলনা মহাসড়কের নগরঘাটা ৩০ মাইলমোড়ে সড়ক দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা বাপ্পি দত্ত রনি। তিনি গতকাল বেলা ১১ টায় সড়ক পরিদর্শনে এসে রাস্তার দুই ধারে অবৈধভাবে বালি রাখায় তৎক্ষণিকভাবে সরানোর নির্দেশ দেন। এ সময় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী জেলা সড়কের উপর বালি রেখে যান চলাচলের অনুপযোগী পরিবেশ সৃষ্টি করায় এস্পেক্টা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ৩০ মাইল শাখার দায়িত্বে থাকা হাসিনুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপস্থিত ছিলেন এলজিইডির উপ -বিভাগীয় প্রকৌশলী জিয়া উদ্দিন। উল্লেখ্য সাতক্ষীরা – খুলনা মহাসড়কের ৩০ মাইল নামক মোড়ে গত ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় ভোমরা থেকে ছেড়ে আসা ১৬ চাকা বিশিষ্ট কন্টেইনার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালককে ধাক্কা দেয়। এ সময় নীলকন্ঠ সরকার (৪৫) নামের এক কৃষিকর্মকর্তা ব্যক্তি নিহত হন। সে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নের আমুরবুনিয়া গ্রামের বিশ্বনাথ সরকারের পুত্র। পক্ষান্তরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা বাপ্পি দত্ত রনিকে তাৎক্ষণিকভাবে এমন পদক্ষেপের জন্য উপস্থিত পথচারীরা ধন্যবাদ জানান।