সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাটকেলঘাটায় কর্মী সম্মেলনের মাঠ পরিদর্শনে ইজ্জত উল্লাহ শ্যামনগরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযান শ্যামনগরে শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালিত নূরনগরে জামায়াতে সেটআপ প্রোগ্রাম অনুষ্ঠিত জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সাইক্লিং প্রতিযোগিতা, রেজিষ্টে্রশন চলছে আশাশুনি মাধ্যমিক শিক্ষক সমিতির বিরুদ্ধে অর্থের বিনিময়ে গাইড নির্বাচনের অভিযোগ নিরাপদ খুলনা গড়ার প্রত্যয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাংবাদিক সম্মেলন ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাস ড্রাইভার নিহত ডুমুরিয়ায় তারুণ্যের উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা ডুমুরিয়া মাওলানা ভাসানী ডিগ্রী কলেজ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫

৩০ মাইল মোড়ে পরিবহনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত।

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

বিলাল হুসাইন নগরঘাটা থেকে ঃ সাতক্ষীরা খুলনা মহাসড়কের ৩০ মাইল মোড়ে পরিবহন এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহতের সাথে থাকা অপর ব্যক্তি গুরুতর আহত হয়েছে। তার নাম মোঃ সিফা। সে খুলনা জেলার পাইকগাছা উপজেলার মাহমুদকাটি গ্রামের ছোট গাজীর পুত্র। আহত ব্যক্তিকে তাৎক্ষণিক উদ্ধার করে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। পক্ষান্তরে নিহতের লাশ পুলিশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকাল আনুৃমানিক সাড়ে ৮ টার সময় ৩০ মাইল নামক মোড়ে। নিহতের নাম মোঃ মাহমুদুল ইসলাম (২৮)। সে সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের মোঃ আবু জাফর মোড়ালের পুত্র। সূত্রে জানা যায় মোঃ মাহমুদুল ইসলাম তালা থেকে একজন যাত্রী নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিলেন । প্রতিমধ্যে ৩০ মাইল মোড়ে আসা মাত্রই সাতক্ষীরা থেকে ছেড়ে আসা দ্রুতগামী ইমাদ পরিবহন তার মোটরসাইকেলে সজরে আঘাত করে। তাৎক্ষণিকভাবে সে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনার পর পরই ছুটে আসতে দেখা যায় পাটকেলঘাটা থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, সহ ফায়ার সার্ভিসের কর্মীদের। নিহতের পারিবারিক সূত্রে জানা যায় মোঃ মাহমুদুল ইসলাম বর্তমানে মোটরসাইকেল ভাড়া চালিয়ে সংসার পরিচালনা করে আসছেন। ইতিপূর্বে সে একটি বেসরকারি এনজিও সংস্থায় চাকরি করতেন। কিন্তু করোনা মহামারীর আসার কারণে সে সময় তিনি তার চাকরি হারান। পরবর্তীত সময় এসে সে বেকারত্ব হয়ে পড়েন। চাকরি হারিয়ে একপ্রকার অসহায়ত্বের মতো জীবনযাপন করতে থাকেন তিনি। এরপর সে কোন উপায় খুঁজে না পেয়ে বেঁচে থাকার তাগিদে বেঁচে নেয় মোটরসাইকেল ভাড়ার কাজ। নিহতের ছোট ভাইয়ের স্ত্রী জানান সাংসারিক জীবনে মোঃ মাহমুদুল ইসলামের ৪ বছরের একটি পুত্র সন্তান হয়েছে। বাবাকে হারিয়ে আজ থেকে সে চিরজীবনের মত এতিম হয়ে গেছে। স্বামীকে হারিয়ে স্ত্রী পাগল প্রায় । আজ থেকে এই স্ত্রী, এতিম ছেলে কিংবা সংসার কে দেখবে এমন কথা বলতে বলতে বারবার মরছা যাচ্ছিলেন তিনি।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com