বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে চৌমুহনী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার আহছানউল্যাহ তরফদার এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং উপজেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সফল সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন। তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ঘোষীত ৩১দফা বাস্তবায়ন করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হলে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে আহবান করতে হবে। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পিপি এ্যাডঃ শেখ আব্দুস সাত্তার, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী, সাবেক যুগ্ম সম্পাদক শেখ নুরুজ্জামান, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এস এম হাফিজুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, যুগ্ম আহ্বায়ক জি এম রবিউল্লাহ বাহার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম আহমেদ, সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, উপজেলা জাসাস এর আহ্বায়ক জি এম মুরশীদ আলী, উপজেলা তাঁতিদলের আহ্বায়ক শরীর আঃ রাজ্জাক, সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ ইসলাম, উপজেলা তরুনদলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ। এসময়ে আরো উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গোলাম রসুল সরদার, ইদ্রীস আলী সরদার, মোস্তফা মাহমুদ, আব্দুল জলিল মোড়ল, ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ আব্দুল করিম, সদস্য সচিব শিমুল হোসেন,যুগ্ম আহবায়ক আব্দুস সালাম সরদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, ছাত্রদলের সদস্য সচিব ইউসুফ, কৃষক দলের আহবায়ক বাবলুর রহমান সরদার, সদস্য সচিব হামিদুল ইসলাম, তাতিদলের আহবায়ক শেখ আবু সাঈদ প্রমুখ। এসময় কালিগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের তত্বাবধানে ইউনিয়ন বিএনপির সকল নেত্রবৃন্দের অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে সহস্রাধিক নেতাকর্মী এবং সাধারণ জনগন উপস্থিত ছিলেন।