ভোমরা প্রতিনিধি ॥ সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে ভারতীয় ৭ বোতল রয়েল স্টক মদ সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক জেলার অভয়নগর থানার নোয়া পাড়া আলমডাঙ্গা গ্রামের সাইফুল ইসলাম। ৩৩ বিজিবি সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা ১১টায় ভোমরা ভেড়ি বাঁধের উপর থেকে ৭ বোতল মদ সহ আসামী সাইফুল কে আটক করে। আটককৃত আসামীর বিরুদ্ধে সদর থানায় মামলা পূর্বক আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভোমরা বিওপি কমান্ডার জাহিদ হাসান। এ তথ্য নিশ্চিত করেছেন।