রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ১ ভ্যান চালকের করুন মৃত্যু সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা শ্যামনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কদমতলা পি ডি কে মিতালী সংঘের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত আবারও ছড়িয়ে পড়েছে তাপদাহ ঃ আবহাওয়ার সুখবর নেই হামাসের হামলায় বার দখলদার সেনা নিহত ঃ আহত পঞ্চাশ খানপুর ছিদ্দিকীয়া এতিমখানা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রতাপনগরে ২ দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল বিষ্ণুপুর ২দিন ব্যাপি মাহফিল সম্পন্ন কবি মানিক ঘোষের পিতা-মাতার স্মারণে বিশেষ প্রার্থনা

৩৬০ আউলিয়ার জীবনী (২)

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

হযরত শাহজালাল মুজাররাদ ইয়েমানী
সিরাজুল ইসলাম খুলনা থেকে ॥ উপমহাদেশের ফাস্ট সুফি ও দরবেশ হযরত শাহ শাহজালাল মুজারদ ইয়ামানী (রহ:)। উনার পুরো নাম শেখ শাহ জালাল, কুনিয়াত মুজাররাদ। ৭০৩ হিজরী মোতাবেক ১৩০৩ খ্রিষ্টীয় বছর ৩২ বছর বয়সে ইসলাম ধর্মের লক্ষ্যে অধুনা এলাকা সিলেট অঞ্চলে এসে প্রচার করা হয়। সিলেট আগমনের সময়কাল নিয়ে যদিও বিভিন্ন অভিমত রয়েছে, তদুপরি হযরত শাহ জালাল (রহ:) এর সমাধি খাদিম গণের ফার্সি ভাষার একটি ফলক-পি থেকে উল্লেখিত সন-তারিখই সঠিক বলে। ফার্সি ব্লালাইট ফলক-লিপি ঢাকা বর্তমানে যাদুঘরে সংরক্ষিত আছে। সিলেটে উনারই ইসলামের প্রচার । বিজয়ের পরে শাহ জালাল (রহ:) এর সঙ্গী-অনুসারদের মধ্য হতে অনেক পীর-দরবেশ এবং তাদের পরবর্তী বংশধর গণতন্ত্র সিলেট বিভিন্ন স্থানে বসবাস করেন। হযরত শাহ জালাল (রহ:) এর সফরসঙ্গী ৩৬০ জন আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি ঘটনা । হিজরী ষষ্ঠ শতকের শেষ শংয়ে মক্কার কোরায়েশ বংশের একটি অনুমোদন মক্কা শহর হতে হেজাজ ভূমির দক্ষিণ পশ্চিমের অন্তর্গত ইয়েমেন প্রদেশে বসবাস করেন। হযরত শাহ জালাল (রহ:) এর পিতার নাম মুহাম্মদ মাহমুদ। উনার দাদার নাম ইব্রাহিম। হযরত শাহ জালাল (রাহ:) এর মাজারে প্রাপ্ত ফলক-লিপি সুহেলি ইয়ামনী, হযরত শাহ জালাল (রাহ:) ৩২ বছর বয়সে ৭০৩ হিজরী মোতাবেক ১৩০৩ খ্রিস্টাব্দে সিলেট আগমন করেন। সুহেলী ইয়ামানী-তে উল্লেখ করা তথ্য হতে জানা যায় যে, ৬৭১ হিজরী (১২৭১ খ্রিস্টাব্দে) হযরত শাহ জালাল (রাহ:) জন্মগ্রহণ করেছেন। উনারভূমি ছিল প্রাচীন আরবে আযমের হেজাজ ভূমির তৎ কালীন প্রদেশ ইয়ামেন দেশের কুনিয়া নামক নাম। হযরত শাহ জালাল (রাহ:) যখন তিন শিশুবালক, তখনই উনার মাতার ইন্তেকাল হয়। হযরত শাহ জালাল (রাহ:) শিশু কালই মাতৃহীন হন এবং পাঁচ বছর বয়সী পিতাকে হারান। মা আহমদ কবিতার তাকে দত্তমা আহমদ কবির আরবী শব্দ-ক্রাহাদিস শিক্ষা সহ ইসলাম ধর্মের প্রাথমিক বিষয়ে (নামাজ, রোজা) অভস্ততার গুরুত্ব প্রদান করেন। পরবর্তিতে আহমদ কবীর হয় শাহ জালাল (রাহ:) কেয়েমেন থেকে মক্কায় নিয়ে যান। মক্কা আহমদ কবীরের একটি আস্তা (হুজরা) ছিল। সেখানে শিষ্যদের সাথে হযরত শাহ জালাল (রহঃ) কেও উপযুক্ত শিক্ষা দিয়ে যায়। হযরত শাহ জালাল (রাহ:)-এর মা ও শিক্ষাগুরু শায়েখ সৈয়দমা আহমদ কবির সোহরাওয়াদি, সাধারণত; আহমদ কবিরপ তিনি যোগাযোগ পরিচিত। সৈয়দ আহমদ কবিরের নাম সৈয়দ জালাল সুরুখারী। সৈয়দ জালাল সুরুখরী হযরত শাহ জালাল (রাহ:) জন্মগ্রহণ করার আগে ভারতবর্ষে ইসলাম প্রচারের লক্ষে মোলতানের বিশ্বাস আউচে এসে বসবাস করেন এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সৈয়দ আহমদ কবিরওয়ার্দির পিতা সৈয়দ জালাল সুরুখ বোখারী ছিলেন তার পীর ও মুশীদ।হযরত শাহ জালাল (রহ:) এর পীরদের ঊর্ধ:স্তন পীরগণের নিম্নরূপ- ১। হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ২. হযরত আলী (রাঃ) ৩। শেখ হাসান বসরী (রাহ:) ৪. শেখ হবিব আজমী (রাহ:) ৫. শেখ মারুফ কর্খী (রাহ:) ৬. শেখ সিংরি সুকতি (রাহ:) ৭. শেখ মমশাদ সিকন্দরী (রাহ:) ৮. শেখ আহমদ দিননুরী (রাহ:) ৯. শেখ আমুবিয়া (রাহ:) ১০. শেখ আজি উদ্দীন সোহরাওয়ার্দী (রাহ:) ১১. শেখ আবু নজিব জিয়া (রাহ:) ১২. শেখ উদ্দীন (রাহ:) ১৩. শেখ মাখদুম (রাহ:) ১৪. শেখ বাহাউদ্দীন জাকারিয়া (রাহ:) ১৫. সৈয়দ জালাল সুরুখরী (রাহ:) ১৬। সৈয়দ শায়েখ আহমদ কবির সোহরাদি (রাহ) ১৭. হযরত শাহ জালাল (রহ:)রাহ:)আধ্যাত্মিকতা: হযরত শাহ জালাল (রাহ:) কে সুফি মতবাদে দীক্ষিত করাই আহমদ কবিরের মূল উদ্দেশ্য ছিল বলে জানা যায়, যে কারণে আহমদ কবির হযরত শাহ জালাল (রাহ:) কে নিয়ে মক্কায় আসেন। মক্কা শহরে সোহরাওয়ার্দি তরিকার প্রবর্তক সিহাবুদ্দীনের প্রতিষ্ঠিত খানকায় (মরমী স্কুল) তৎকালে আহমদ কবির ছিলেন প্রধান তত্ত্বাবধায়ক। আহমদ কবির শাহ জালাল (রাহ:) কে ইসলামের শরীয়ত ও মারিফত উভয়ধারায় শিক্ষাদানে দীক্ষিত করেন।দরবেশী জীবন: জন্মগতভাবে হযরত শাহ জালাল (রাহ:) দরবেশ পরিবারে জন্ম নিয়েছেন। জানা যায়, উনার পিতা ছিলেন একজন ধর্মানুরাগী মোজাহিদ, ইয়ামনে ধর্ম যুদ্ধে তিনি শহিদ হন এবং উনার মাতার দিক দিয়ে তিনি সৈয়দ বংশের প্রখ্যাত দরবেশ সৈয়দ জালাল সুরুখ বোখারীর দৌহিত্র ছিলেন। তদুপরি দরবেশ আহমদ কবির উনার মামা, যাঁকে হযরত শাহ জালাল (রাহ:) এর শিক্ষা গুরু হিসেবে পাওয়া যায়। তিনিও তৎকালের একজন বিখ্যাত দরবেশ ছিলেন বলে উল্লেখ রয়েছে। আহমদ কবির যখন হযরত শাহ জালাল (রাহ:) এর লালন-পালনের ভার গ্রহণ করেন সেই ছোটবেলা থেকেই উনাকে দরবেশী তর্জ-তরিকায় জীবন যাপনের প্রণালী শিক্ষা দিয়েছেন বলেও পাওয়া যায়।সিলেটে আগমন: হযরত শাহ জালাল (রাহ:) উনার মামা ও শিক্ষাগুরু সৈয়দ আহমদ কবিরের আস্তানায় আরব দেশে ছিলেন। হযরত শাহ জালাল (রাহ:) ভারতবর্ষে ধর্ম প্রচারের স্বপ্ন দেখার পরে সৈয়দ আহমদ কবির-এর কাছে ব্যক্ত করেন। মামা ও মুর্শিদ সৈয়দ আহমদ কবিরকে তা জানান। আহমদ কবির এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে হযরত শাহ জালাল (রাহ:) কে ভারতবর্ষে যাবার পরামর্শ দেন। যাত্রাকালে আহমদ কবির হযরত শাহ জালাল (রাহ:) এর হাতে এক মুঠো মাটি তুলে দিয়ে বললেন: যে স্থানে এই মাটির স্বাদগ্ধ গন্ধগ্ধ ও বর্ণেরগ্ধ মিল এক হবে, সেখানেই ধর্ম প্রচারের জন্য আস্তানা গড়বে। মুর্শিদ সৈয়দ আহমদ কবির (রাহ:) এর দোয়া নিয়ে হযরত শাহ জালাল (রাহ:) ধর্মপ্রচার অভিযানে আরবের মক্কা শরিফ হতে একা-একাই যাত্রা শুরু করেন।হিন্দুস্থানে প্রবেশ: হযরত শাহ জালাল (রাহ:) মক্কা হতে বিদায় কালে যে কয়েক জন সঙ্গী উনার সাথে যাত্রা করেন তাদের মধ্যে প্রধান ছিলেন হাজী ইউসুফ, হাজী খলীল, হাজী দরিয়া এবং আরেকজন সঙ্গী চাশনী পীর ছিলেন মৃত্তিকার তহবিলদার। হিন্দুস্থানে আসার পূর্ব পর্যন্ত সমরকন্দ থেকে সৈয়দ ওমর, রোম থেকে করিমদাদ, বাগদাদ থেকে নিজাম উদ্দীন, ইরান, জাকারিয়া ও শাহ দাউদ এবং সৈয়দ মুহম্মদ প্রমুখ তার অনুগামী হলেন। তাদের নিয়ে তিনি হিন্দুস্থানে প্রবেশ করলেন। এরপর পাঞ্জাবের মুলতান থেকে আরিফ, গুজরাট থেকে জুনায়েদ, আজমীর শরীফ থেকে মুহম্মদ শরীফ, দাক্ষিণাত্য থেকে সৈয়দ কাসিম, মধ্যপ্রদেশের হেলিম উদ্দীন প্রমুখ উনার মুরীদ হয়ে উনার সঙ্গে সঙ্গে চললেন। এভাবে দিল্লী পর্যন্ত এসে পৌঁছালেন তখন শিষ্যদের সংখ্যা ২৪০ জন বলে ধারণা পাওয়া যায়। নিজামুদ্দিন আউলিয়া (রাহ:) এর সাক্ষাত: দিল্লিতে আসার পর হযরত নিজামুদ্দিন আউলিয়া (রাহ:) এর জনৈক শিষ্য গুরুর কাছে হযরত শাহ জালাল (রাহ:) এর কুৎসা প্রচার করে। সঙ্গে সঙ্গে হযরত নিজামুদ্দিন আউলিয়া (রাহ:) অন্যের কুৎসা রটনাকারী এ শিষ্যকে উপযুক্ত শাস্তিস্বরূপ দরবার থেকে তাড়িয়ে দেন এবং অন্য দুই শিষ্যকে ডেকে তাদের মারফতে হযরত শাহ জালাল (রাহ:) এর কাছে সালাম পাঠান । হযরত শাহ জালাল (রাহ:) সালামের উত্তরে উপঢৌকনস্বরূপ ছোট একটি বাক্সে প্রজ্জলিত অঙ্গারের মধ্যে কিছু তুলা ভরে নিজামুদ্দীন আউলিয়ার নিকট পাঠান। নিজামুদ্দিন আউলিয়া হযরত শাহ জালাল (রাহ:) এর আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে উনাকে সাদরে সাক্ষাতের আমন্ত্রণ জানান। বিদায়কালে প্রীতির নিদর্শনস্বরূপ নিজামুদ্দিন আউলিয়া (রাহ:) উনাকে এক জোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। মাজার সংলগ্ন এলাকায় সুরমা রঙের যে কবুতর দেখা যায় তা ঐ কবুতরের বংশধর। যা জালালি কবুতর নামে খ্যাত। (চলবে)

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com