স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল সন্ধ্যায় সাতক্ষীরা ৩৩ বিজিবি সদর দপ্তরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ দরবার ইফতার ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। মাগরিবের নামাজের পূর্বে ৩৩ বিজিবি সিও লেঃ কর্নেল মোঃ আশরাফুল হকের সভাপতিত্বে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর খুলনা কর্নেল মোঃ রেজাউল কবির, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ এমজি আজয,সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ কোহিনুর ইসলাম, বিজিবির সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা, জেলা বিএমএ সাধাঃ সম্পাদক ডাঃ মনোয়ার হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধাঃ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাতক্ষীরা জনতা ব্যাংকের ম্যানেজার মোঃ রবিউল ইসলাম সহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে বিজিবি সিও লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন ও সার্বিক খোঁজ খবর নেন। দোয়া পরিচালনা করেন মাওঃ মোঃ আব্দূর রাজ্জাক।