মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

৩৬ দিন পর সাকিবের হাতে ব্যাট

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৯ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: আফগানিস্তানের বিপক্ষে একদিন আগেই শেষ হয়েছে মিরপুর টেস্ট। আফগানিস্তানকে রেকর্ড ব্যবধানে উড়িয়ে ৫৪৬ রানে শতাব্দীর সেরা জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দাপুটে এক জয়ের পরও মিরপুরে ক্রিকেটারদের ব্যস্ততা থেমে থাকেনি। বাস্তবতা মেনে নিলে সেটা হওয়ারও কথা নয়! ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান যে সাদা বলের সিরিজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারা। তাইতো কঠোর অনুশীলনে ঘাম ঝরিয়ে নিজেদের ফিট করে নিচ্ছেন। চোটের কারণে দু’জনের কেউই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটিতে ছিলেন না। অবশ্য বৃষ্টির কারণে রোববার ঠিকঠাক অনুশীলন করতে পারেনি বাংলাদেশের সেরা দুই ক্রিকেটার। বৃষ্টি থামার পর মিরপুর একাডেমি মাঠের নেটে দুজনেই অনুশীলন করেছেন। তাদের মধ্যে সাকিব ৩৬ দিন পর ব্যাট হাতে নিয়েছেন। গত বৃহস্পতিবার চোট কাটিয়ে দীর্ঘ ৩৪ দিন পর বোলিং অনুশীলন করলেও বামহাতি অলরাউন্ডার ব্যাটিং করেননি। একাডেমি মাঠে আজ বোলিং দিয়ে শুরুটা করেছেন। কিন্তু ব্যাটিংয়ের ধরণে সেভাবে সিরিয়াস ছিলেন না। সাকিবকে প্যাড ছাড়াই থ্রো ডাউন করতে দেখা গেছে। হালকা মেজাজে ব্যাটিং করে বুঝতে চাইলেন কেমন লাগছে; হয়তো দুই-একদিনের মধ্যেই ব্যাট হাতে সিরিয়াস অনুশীলন করতে নামবেন। এদিকে, শুরুতে টেস্ট দলে থাকলেও শেষ মুহূর্তে পাঁজরের চোটে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজ থেকে ছিটকে যান তামিম। সিরিজ শুরুর আগে পুরো অনুশীলন সেশনেই অস্বস্তি নিয়ে ব্যাটিং করেছেন তিনি। তবে রোববার স্বস্তি নিয়েই তামিমকে ব্যাটিং করতে দেখা গেছে। এদিন আবার ওয়ানডে দলের ক্রিকেটারদের সঙ্গে নিয়ে কোচিং স্টাফদের সভাও হয়েছে মিরপুরে। দ্বিতীয়ধাপে আগামী ২ জুলাই বাংলাদেশে ফিরবে আফগানিস্তান। ঢাকায় ফিরে সোজা চট্টগ্রামে চলে যাবে তারা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫, ৮ ও ১১ জুলাই তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। তার পর সিলেটে ১৪ ও ১৬ জুলাই হবে টি-টোয়েন্টি। তত দিনে পুরোপুরি সুস্থ হয়ে খেলার জন্য প্রস্তুত হয়ে যাবেন সাকিব-তামিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com