এফএনএস বিদেশ : ভারতের আহমেদাবাদে ধারাবাহিক বিস্ফোরণ মামলায় অভিযুক্ত ৪৯ জনের মধ্যে ৩৮ জনকে মৃত্যুদন্ডের নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত আরও ১১ জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার আহমেদাবাদের বিশেষ আদালত এই নির্দেশ দিয়েছেন। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার। ২০০৮ সালে ওই ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় মোট ৫৬ জন নিহত হয়েছিলেন। পাশাপাশি ২০০ জনেরও বেশি মানুষ আহত হন। তদন্তে নামার পর তদন্ত সংস্থাগুলো মোট ৪৯ জনকে এই ঘটনার জন্য দায়ী করে। এ বিস্ফোরণের ১৩ বছর পর অভিযুক্তদের সাজার ঘোষণা করা হলো। গত ৮ ফেব্র“য়ারি ঘটনায় অভিযুক্ত ৪৯ জনকে দোষী সাব্যস্ত করেন আদালত। এরপর শুক্রবার তাদের সাজা ঘোষণা করা হলো। এনডিটিভির খবরে বলা হয়, ২০০৮ সালের ২৬ জুলাই ২১টি ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠে আহমেদাবাদ শহর। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বিস্ফোরণের মূল লক্ষ্য ছিল আহমেদাবাদের হাসপাতালগুলো। নিহত ৫৬ জনের মধ্যে হাসপাতালের বিস্ফোরণেই প্রাণ যায় ৩৭ জনের। অভিযুক্তদের বিরুদ্ধে আহমেদাবাদ ও সুরাতে ৩৫টি ভিন্ন মামলা নথিভুক্ত করা হয়। বোমা বিস্ফোরণের জন্য আহমেদাবাদে ২০টি এবং সুরাতে ১৫টি মামলা করা হয়। ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম) এ বিস্ফোরণের দায় স্বীকার করে। ২০০২ সালের গুজরাত দাঙ্গার প্রতিশোধ নিতেই এ বিস্ফোরণ ঘটানো হয় বলে সংগঠনটি দাবি করে