মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন

৩৯ বলের সেঞ্চুরিতে গেইলকে ছাড়িয়ে চার্লসের রেকর্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৭ মার্চ, ২০২৩

স্পোর্টস ডেস্ক \ জনসন চার্লসের সামনে বল ফেলার যেন জায়গা খুঁজে পেলেন না দক্ষিণ আফ্রিকার বোলাররা। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে চার-ছক্কার বৃষ্টি নামালেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান। বিস্ফোরক ব্যাটিংয়ে উপহার দিলেন সেঞ্চুরি, গড়লেন রেকর্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোববার স্রেফ ৩৯ বলে তিন অঙ্ক স্পর্শ করেন চার্লস। এই সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এর চেয়ে কম বলে সেঞ্চুরি করতে পারেননি আর কেউ। আগের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল ক্রিস গেইলের। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। তাকে চার্লস ছাড়িয়ে গেলেন ৮ বল কম খেলেই। দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ডের তালিকায় এটি আছে এখন যৌথভাবে দ্বিতীয় স্থানে। সবচেয়ে দ্রুততম ৩৫ বলে সেঞ্চুরি আছে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, ভারতে রোহিত শর্মা ও চেক রিপাবলিকের সুদেশ বিক্রমাসেকারার । চার্লস এ দিন ৪৬ বলে ১০ চার ও ১১ ছক্কায় করেন ১১৮ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এক ইনিংসে তার চেয়ে বেশি ছক্কা আছে কেবল এভিন লুইসের, ২০১৭ সালে ভারতের বিপক্ষে ১২টি। ইনিংসের তৃতীয় বলে ব্র্যান্ডন কিংয়ের বিদায়ের পর উইকেটে যান চার্লস। প্রথম বল ‘ডট’ খেলার পর ওয়েইন পার্নেলকে টানা দুই চারে ডানা মেলে দেন তিনি। পঞ্চম ওভারে তিনি ঝড় বইয়ে দেন আরেক পেসার মার্কো ইয়ানসেনের ওপর, মারেন দুটি করে ছক্কা-চার। স্পিনার তাবরাইজ শামসিকে ছক্কায় উড়িয়ে ফিফটি পূর্ণ করেন ২৩ বলে। এইডেন মারক্রামের টানা তিন বলে মারেন দুই ছক্কা ও একটি চার। শামসিকে পরের ওভারে হাঁকান টানা দুই ছক্কা। ৯৪ থেকে সিসান্ডা মাগালাকে ছক্কায় উড়িয়ে পা রাখেন প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিতে। ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান পরের ওভারে ইয়ানসেনের টানা তিন বলে দুই ছক্কা ও একটি চারের পর বোল্ড হয়ে যান শেষ বলে। দ্বিতীয় উইকেটে কাইল মেয়ার্সের সঙ্গে চার্লসের জুটিতে ১৩৫ রান আসে কেবল ৫৮ বলে। মেয়ার্স ২৭ বলে ৫ চার ও ৪ ছক্কায় করেন ৫১ রান। এ ছাড়া রোমারিও শেফার্ড ১৮ বলে খেলেন অপরাজিত ৪১ রানের খুনে ইনিংস। ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৫ উইকেটে করে নিজেদের সর্বোচ্চ ২৫৮ রান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com