শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

৪ বছর পর সেঞ্চুরি পেল সৌম্য

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৪ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: বাংলাদেশের ক্রিকেটে অনেক বড় এক আফসোসের নাম সৌম্য সরকার। আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পথচলা শুরুর পর তিনি কোথায় হারিয়ে গেলেন। সেই যে ফর্ম হারালেন, আর ফিরেই পেলেন না! জাতীয় দল থেকে তো আগেই বাদ পড়েছেন। ঘরোয়া লিগেও দল থেকে বাদ পড়তে হয়েছে ভয়ডরহীন নান্দনিক এই ব্যাটারকে। অবশেষে গতকাল শনিবার ঢাকা প্রিমিয়ার লিগের শেষদিনে তিনি পেলেন সেঞ্চুরির দেখা। সুপার লিগের শেষ ম্যাচে শনিবার লিজেন্ডস অব রূপগঞ্জের মুখোমুখি হয়েছিল সৌম্য সরকারের মোহামেডান স্পোর্টিং ক্লাব। ২৯৯ রানের টার্গেট তাড়ায় নেমে মোহামেডান জিতে যায় ১ বল এবং ৪ উইকেট হাতে রেখেই। ওপেনিংয়ে নেমে সৌম্য খেলেন ১১১ বলে ৭টি চার এবং ৪টি ছক্কায় ১০২ রানের ইনিংস। এর আগে মাশরাফিকে বাউন্ডারি মেরে ৬৫ বলে পূরণ করেন ফিফটি। এরপর ১০৮ বলে তিন অঙ্ক স্পর্শ করেন মুক্তার আলীকে নান্দনিক শটে লং অন দিয়ে বাউন্ডারি মেরে। লিস্ট ‘এ’ ক্রিকেটে সৌম্য সেঞ্চুরি পেলেন চার বছর পর। ২০১৯ সালে আবাহনীর হয়ে ২০৮ রানের বিস্ফোরক ইনিংসটাই এতদিন তার সর্বশেষ তিন অঙ্কের ইনিংস হয়ে ছিল। এ ছাড়া সাদা পোশাকের বিসিএলে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০২১ সালে। এবারের ডিপিএলে এক সেঞ্চুরি এবং এক ফিফটিতে ২৯৩ রান করেছেন সৌম্য। গড় মাত্র ২৬.৬৪, যা তার সঙ্গে মানানসই নয়। স¤প্রতি জাতীয় দলের কোচ চন্দিকা হাতুরাসিংহে বলেছেন, তার অন্যতম প্রিয় শিষ্য সৌম্য রান করতে পারলে জাতীয় দলে বিবেচনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com