পাটকেলঘাটা প্রতিনিধি ॥ পাটকেলঘাটা থানা পুলিশের অভিযানে ৪ বোতল ভারতীয় মদ সহ এক যুবক কে গ্রেপ্তার করা হয়েছে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে থানার এ এস আই সোহেল শেখ এর সঙ্গীয় ফোর্সের সহায়তায় গতকাল পাটকেলঘাটা- সাতক্ষীরা মহাসড়কের ভৈরবনগর ছোয়াদ আলী মোড়ল এর চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, কলারোয়া থানার ভাদিয়ালি গ্রামের মৃত তারাপদ দাসের পুত্র বিশ্বজিৎ দাস(৪৫)। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্পব কুমার নাথ জানান, ৪ বোতল ভারতীয় মদ সহ বিশ্বজিৎ দাস কে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ প্রহারের মাধ্যমে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।