স্পোর্টস ডেস্ক \ রেকর্ড গড়া গোলে ‘ডেডলক’ ভাঙলেন ক্রিস্তিয়ানো রোনালদো। যেন এই গোলের জন্যই ছিল অপেক্ষা! এতক্ষণের নিষ্প্রভ ম্যাচ জমে গেল দারুণভাবে। গোল হলো আরও চারটি। সেখানে একটুর জন্য প্রতিপক্ষের নাগাল পেল না ঘানা। আফ্রিকার দলটিকে হারিয়ে শুভ সূচনা করল পর্তুগাল। দোহার স্টেডিয়াম ৯৭৪-এ ‘এইচ’ গ্রুপের ম্যাচে ৩-২ গোলে জিতেছে ফের্নান্দো সান্তোসের দল। সেভাবে নিজেদের অর্ধ ছেড়ে বের হতে পারেনি ঘানা। বেশিরভাগ সময় কেটেছে আক্রমণের ঝাপটা সামলাতে। গোলের জন্য কোনো শট নিতে পারেনি তারা। এর বিপরীতে পর্তুগাল গোলের জন্য নেয় সাত শট, এর দুটি ছিল লক্ষ্যে। কিন্তু এত আক্রমণ করেও হতাশা নিয়েই বিরতিতে যেতে হয়েছে সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। আক্রমণাত্মক শুরুর পর দশম মিনিটেই এগিয়ে যেতে পারত পর্তুগাল। রুবেন নেভেসের থ্রু বল ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় একটু গড়বড় করে ফেলেন তিনি; ওয়ান-অন-ওয়ানে তারপরও সুযোগ ছিল। কিন্তু ঠিক সময়ে গোলরক্ষক এগিয়ে এসে দলকে বিপদমুক্ত করেন। তিন মিনিট পর আবারও হতাশ হতে হয় রোনালদোকে। এবার বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে দুরূহ কোণে লাফিয়ে উঠে বলে মাথাও ছোঁয়ান তিনি; কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি। ৩১তম মিনিটে ওই আলোচিত ঘটনা। দারুণ দক্ষতায় বল বাড়ান জোয়াও ফেলিক্স। দুই জনের পাহারায় থাকার পরও পায়ের কারিকুরিতে বল নিয়ন্ত্রণে নিয়ে এগিয়ে যান পর্তুগাল অধিনায়ক। পরে চমৎকার কোনাকুনি শটে বল পাঠান জালে। তবে গোলের নয়, রেফারি বাজান ফাউলের বাঁশি! রোনালদোর মৃদু ধাক্কাতেই পড়ে গিয়েছিলেন ঘানার ডিফেন্ডার আলেকজান্ডার জিকু। আক্রমণের ধারা পর্তুগাল ধরে রাখে পরেও। কিন্তু জালের দেখা আর পাওয়া হয়নি তাদের।