পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে শুমারি ও জরিপ পরিচালনার মাধ্যমে দেশের আর্থ-সামাজিক ও জনতাত্ত্বিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিসংখ্যান প্রণয়ন করে আসছে। বিবিএস কর্তৃক পরিচালিত শুমারিসমূহের জনশুমারি ও গৃহগণনা, কৃষি শুমারি এবং অর্থনৈতিক শুমারি উল্লেখ্যযোগ্য। দেশের প্রথম অর্থনৈতিক শুমারি ১৯৮৬ সালে অনুষ্ঠিত হয়। এর পরে ২০০১ ও ২০০৩ সালে দুইটি পর্যায়ে দ্বিতীয় অর্থনৈতিক শুমারি এবং ২০১৩ সালে তৃতীয় অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়। ২০২৪ সালে দেশে চতুর্থ অর্থনৈতিক শুমারি পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ৫ জুলাই থেকে ২৫ জুলাই-২০২৪ পর্যন্ত মাঠ পর্যায়ে প্রথম জোনাল অপারেশন লিস্টিং কার্যক্রম পরিচালিত হবে। এ লিস্টিং কার্যক্রমের মাধ্যমে সকল খানা এবং প্রতিষ্ঠানকে (স্থায়ী ও অস্থায়ী) তালিকার আওতায় নিয়ে আসা হবে। প্রথম জোনাল অপারেশন অর্থনৈতিক ইউনিটকে তালিকাভূক্ত করার লক্ষ্যে ট্যাবে কেন্দ্রীয়ভাবে ঈড়সঢ়ঁঃবৎ অংংরংঃবফ চবৎংড়হধষ ওহঃবৎারবরিহম (ঈঅচ) অ্যাপসে সন্নিবেশিত শুমারি প্রশ্নপত্রের মাধ্যমে দেশের সকল অর্থনৈতিক ইউনিটের তথ্যসংগ্রহ করা হবে। বিবিএস কর্তৃক সাময়িকভাবে নিয়োজিত স্থানীয় তথ্য সংগ্রহকারীগণ খুলনা জেলার প্রতিটি এলাকায় বিদ্যমান সাধারণ খানা, প্রাতিষ্ঠানিক খানা এবং প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করবে। ৫ জুলাই থেকে ২৫ জুলাই, ২০২৪ পর্যন্ত পরিচালিতব্য জাতীয় গুরুত্বপূর্ণ এ কাজে শুমারি/জরিপের ন্যায় খুলনা জেলার প্রতিটি এলাকায় বিদ্যমান সাধারণ খানা, প্রাতিষ্ঠানিক খানা এবং প্রতিষ্ঠানসমূহের তথ্য অন্তর্ভূক্ত করার জন্য বাংলাদেশ পরিসংখ্যান কর্তৃক নিয়োজিত তথ্যসংগ্রহকারী এবং জোনাল অফিসারদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান হলো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, খুলনা বিভাগীয় কার্যালয়ের যুগ্ম পরিচালক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এসকল তথ্য জানানো হয়েছে।-তথ্য বিবরণী