রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

৫ বিষয়ের ওপর সংস্কার প্রস্তাব দিয়েছে জামায়াত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

এফএনএস: পাঁচটি বিষয়ে সংস্কার প্রস্তাব দিয়েছে জামায়াত। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জাতীয় ঐকমত্য কমিশনের সংসদ ভবনে অবস্থিত নিজ কার্যালয়ে ঐকমত্য কমিশনের কো—চেয়ারম্যান অধ্যাপক ড. আলী রীয়াজের কাছে সংস্কার প্রস্তাব জমা দেন দলটির একটি প্রতিনিধি দল। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। অধ্যাপক ড. আলী রীয়াজের কাছে জামায়াতের নেতারা সংবিধান; নির্বাচন; বিচার বিভাগ; জনপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশনসহ পাঁচটি বিষয়ের ওপর প্রস্তাব পেশ করেন। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াতে ইসলামী একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সংস্কারের ওপর গুরুত্বারোপ করে আসছে। আমিরে জামায়াতসহ নেতারা প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত একটি অর্থবহ নির্বাচন দেওয়ার জন্য বারবার বলে আসছেন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচন অনুষ্ঠানের সময়ের ব্যাপারে একটি ধারণা জাতির সামনে পেশ করা হয়েছে। আমরা তার সাথে দ্বিমত পোষণ করিনি। আজকে আমরা পাঁচটি বিষয়ের ওপর আমাদের মতামত তুলে ধরেছি। তিনি উল্লেখ করেন, কমিশনের প্রস্তাবের সাথে কিছু কিছু ক্ষেত্রে আমরা একমত হতে পারিনি; আবার অনেক বিষয়েই একমত হয়েছি। আমরা ব্যাখ্যাসহ আমাদের বক্তব্য তুলে ধরেছি। আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যাপারে গুরুত্বারোপ করেছি। আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যেই সংস্কার সম্পন্ন করে একটি অর্থবহ নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ শুরু করবেন। এ সময় আলী রীয়াজ বলেন, ‘সংস্কার বা নির্বাচন নিয়ে কমিশনের উপর কোনও চাপ নেই। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা তাই করছি। বিএনপি আগামী দুই—একদিনের মধ্যেই তাদের মতামত জানাবে। প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী রোববার বিএনপি সংস্কার প্রস্তাব দেবে। আলী রীয়াজ জানান, ঈদের পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাথে আলোচনা হবে। তিনি আরও বলেন, আজকে থেকে শুরু হচ্ছে ঐক্যমত্য কমিশনের আলোচনা। রাজনৈতিক দলগুলোর মতামত পাচ্ছি। এগুলো আমরা পর্যালোচনা করছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনও সংশয় নেই। রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করবো আমরা। বিকালে এলডিপির সঙ্গে আলোচনা করে ঐক্যমত্য কমিশন। এই পর্বের আলোচনায় সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস অংশ নিচ্ছেন না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com