দৃষ্টিপাত রিপোর্ট \ সরকার এবার ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেছে। প্রাথমিক ভাবে গত ১১ আগস্ট শিশুদের প্রথম টিকা দেওয়া কার্যক্রম শুরু করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে ২৫ আগস্ট থেকে বিপুল সংখ্যক শিশুদের টিকা দেওয়া হবে। অধিদপ্তর সূত্র জানিয়েছে ৫ থেকে ১১ বছর শিশুর আনুমানিক সংখ্যা ২ কোটি ২০ লাখ। ইতিমধ্যে বিদ্যালয়ে পড়ালেখা তাদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। বিদ্যালয়ে পড়ালেখা করে না এমন শিশুদের ও নিবন্ধন প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে। ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অধীনস্থ দপ্তর সহ জেলা প্রাথমিক শিক্ষা অফিস গুলোতে পত্র প্রেরন করেছেন। অধিদপ্তরের পরিচালক মনীষ চাকমা স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে ৫-১১ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিনেশন নিমিত্তে ডিজিটাল জন্ম নিবন্ধন (১৭ ডিজিট) সম্পন্ন করন ও তা দ্বারা সুরক্ষা ওয়েবসাইট অ্যাপ-এ রেজিষ্ট্রেশন নিশ্চিত করনের ক্ষেত্রে করনীয় ও নির্দেশনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫-১১ বছর বয়সী শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন নম্বর (১৭ ডিজিট) দিয়ে সুরক্ষা অ্যাপে নিবন্ধন সম্পন্ন করার বিষয়ে জরুরী ভিত্তিতে নিন্মরুপ কার্যক্রম গ্রহন করতে হবে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষক নিবন্ধনের অনুরোধ জানানো সহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন। যে সকল ৫-১১ বছর বয়সী শিক্ষার্থীদের ডিজিটাল জন্ম নিবন্ধন (১৭ ডিজিট) নেই তাদের জন্ম নিবন্ধন অবিলম্বে সম্পন্ন করন ও তা দ্বারা সুরক্ষা ওয়েব সাইট অ্যাপএ রেজিষ্ট্রেশন নিশ্চিত করবেন। সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গন স্ব-স্ব ক্লাস্টারাধীন বিদ্যালয় সমূহের শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকার জন্য নিবন্ধন নিশ্চিত কল্পে প্রয়োজনীয় সহায়তা ও তদারকীর কার্যক্রম গ্রহন করবেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারগন তার আওতাধীন উপজেলার শিক্ষার্থীদের টিকা নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি দৈনিক ভিত্তিকে মনিটর করবেন। কোন সমস্যা থাকলে তার সমাধানের প্রয়াস নিবেন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করবেন। বিভাগীয় উপ-পরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গন সার্বিক বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে তত্ত¡াবধান করবেন এবং তার আওতাধীন অধিক্ষেত্রে শিক্ষক/কর্মকর্তাগনকে টিকা নিবন্ধন ও টিকা প্রদানের ব্যবস্থাপনা সুসম্পন্ন করার লক্ষে প্রয়োজনীয় নির্দেশনা, সহায়তা প্রদান সহ সকল বিষয়ের সমন্বয় কার্যক্রম গ্রহন করবেন। সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন দৃষ্টিপাতকে জানান অধিদপ্তরের নির্দেশনায় ইতিমধ্যে জেলায় বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি আরও বলেন শিশু শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম (১৭ ডিজিট) তিনি নিজেই তদারকি করছেন। জেলার সকল অভিভাবকদের প্রতি তিনি আহবান জানিয়েছেন তাগিদ দিয়ে বলেছেন আপনার শিশু সন্তান (আমাদের শিক্ষার্থী) কে অবিলম্বে কোভিড-১৯ ভ্যাকিনেশন নিমিত্তে ডিজিটাল জন্ম নিবন্ধন (১৭ ডিজিট) সম্পন্ন করুন। তিনি আরও বলেন আমাদের সম্মানিত শিক্ষা বিভাগীয় দায়িত্বশীল ও শিক্ষকগন অত্যন্ত আন্তরিকতার সাথে জন্ম নিবন্ধন কার্যক্রম এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছে।