শনিবার, ১৮ মে ২০২৪, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ১ ভ্যান চালকের করুন মৃত্যু সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা শ্যামনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কদমতলা পি ডি কে মিতালী সংঘের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত আবারও ছড়িয়ে পড়েছে তাপদাহ ঃ আবহাওয়ার সুখবর নেই হামাসের হামলায় বার দখলদার সেনা নিহত ঃ আহত পঞ্চাশ খানপুর ছিদ্দিকীয়া এতিমখানা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রতাপনগরে ২ দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল বিষ্ণুপুর ২দিন ব্যাপি মাহফিল সম্পন্ন কবি মানিক ঘোষের পিতা-মাতার স্মারণে বিশেষ প্রার্থনা

৬৪ জেলায় রেল সংযোগে কাজ করছে সরকার -সচিব

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৮ আগস্ট, ২০২২

এফএনএস: দেশের ৬৪ জেলায় রেল সংযোগের পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন রেল সচিব ড. মো. হুমায়ুন কবীর। গতকাল শনিবার সকালে বরিশাল নগরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। রেল সচিব বলেন, দেশের ৬৪ জেলায় যেন রেল সংযুক্ত হয়; সেই পরিকল্পনা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। এ সময় ভাঙ্গা থেকে পায়রা রেলপথ সম্পর্কেও কিছু তথ্য জানান তিনি। সচিব বলেন, ভাঙ্গা থেকে পায়রা রেল পথের ফিজিবিলিটি স্টাডি শেষ হয়েছে। এখন তহবিল সংগ্রহের কাজ চলছে। এ কাজ শেষ হলে জমি অধিগ্রহণ শুরু করা হবে। এ রুটে সিঙ্গেল লাইন অনুযায়ী রেলপথ এগিয়ে যাবে। জমি অধিগ্রহণের ক্ষেত্রে কিছু আইনি জটিলতা রয়েছে। সেগুলো অধিগ্রহণের আগেই সমাধান করা হবে বলেও জানান হুমায়ুন কবীর। বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান ক্লাবের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বিজ্ঞানমনস্ক জাঁতি গঠনে প্রতিশ্র“বদ্ধ’ প্রতিপাদ্যে ‘অজানাকে জানার উদ্দেশ্যে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ’ শীর্ষক বিজ্ঞান বিষয়ক সেমিনার-২০২২টি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রেল সচিব ড. মো. হুমায়ুন কবীর। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আমিন উল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এহতেসাম উল হক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা বোর্ড বরিশালের কলেজ পরিদর্শক ড. মো. লিয়াকত হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. খোরশেদ আলম। স্বাগত বক্তব্য দেন বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর খোন্দকার অলিউল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com