শ্রীউলা প্রতিনিধি \ কলিমাখালী আজিজিয়া সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার বার্ষিক ইছালে সওয়াব মাহফিলের প্রস্তুতি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কলিমাখালী আজিজিয়া সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার আয়োজনে ও অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ সোহরাব হোসাইনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাওঃ সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় এ বার্ষিক ইছালে সওয়াব মাহফিলের প্রস্তুতি পরামর্শ সভাটি গতকাল যোহর নামাজান্তে মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত হয়। ৭৭তম বার্ষিক ইছালে সওয়াব মাহফিলটি প্রতি বছরের ন্যায় এবারও ১১ ফালগুন ১৪৩১বাং— ২৪ ফেব্রুয়ারী ২০২৫ইং রোজ সোমবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।এসময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।