ষ্টাফ রির্পোটার।। সাতক্ষীরা মুনজিতপুরে টি—১০ ৮দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুনজিপুর ক্রিকেট ক্লাব শেষ হাসি হেসেছে। গতকাল খেলা শেষে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে মুনজিতপুর যুব সংঘের আয়োজনে পুরাষ্কার বিতরন করা হয়উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত করেন সাতক্ষীরা জেলা কৃষক দলের সাবেক আহবায়ক মো. আহসানুল কাদির স্বপন।প্রধান অতিথি ছিলেন এবং ফাইনাল খেলায় বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল ও হাফিজুর রহমান প্রমুখ। টি—১০ ৮দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টে ৮টি দল অংশ নেয়। ফাইনালে অংশ নেয় মুনজিতপুর ক্রিকেট ক্লাব বনাম বাউন্ডারী ব্লাষ্টার ক্রিকেট ক্লাব। খেলায় বাউন্ডারী ব্লাষ্টার ক্রিকেট ক্লাবকে ৮উইকেটে হারিয়ে মুনজিতপুর ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মিলন।