শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন

৮ তারকা ছাড়াই পাকিস্তান সফরে নিউজিল্যান্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

এফএনএস স্পোর্টস: এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের জন্য আইপিএলের ছাড়পত্র পেলেন না সাকিব আল হাসান আর লিটন কুমার দাস, কিন্তু নিউজিল্যান্ডের ক্রিকেটাররা ঠিকই জাঁকজমক এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন। আইপিএলের কারণে ৮ জন তারকা ক্রিকেটার ছাড়াই পাকিস্তান সফরের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। যার নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। আইপিএলের কারণে পাকিস্তান সফরে নিউজিল্যান্ড দলে থাকছেন না কেন উইলিয়ামসন, টিম সাউদি, গেøন ফিলিপস, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল ও লকি ফার্গুসন। এদর মাঝে উইলিয়ামসন অবশ্য প্রথম ম্যাচেই চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেছেন। ১৫ সদস্যের দলে নতুন মুখ বেন লিস্টার। ২৭ বছর বয়সী পেসার এই বছল দুটি টি-টোয়েন্টি খেলেছেন নিউজিল্যান্ডের হয়ে। অধিনায়ক হিসেবে টম ল্যাথামের সাফল্য কিন্তু বেশ ঈর্ষণীয়। নানা সময়ে মূল অধিনায়কের অনুপস্থিতিতে এর মধ্যেই ২৬ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন ল্যাথাম। এর মধ্যেই ২১টিতেই জিতেছে দল। সাফল্যের হার ৮৪ শতাংশ। অধিনায়ক হিসেবে পারফর্মেন্সেও উজ্জ্বল ল্যাথাম। অধিনায়কত্ব করা ২৬টি ম্যাচে তার ব্যাটিং গড় ৪৫.৮৫। সেঞ্চুরি করেছেন ৩টি। ২৬ এপ্রিল শুরু হবে পাকিস্তান-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। এর আগে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। পাকিস্তান সফরের জন্য নিউজিল্যান্ডের ওয়ানডে দল : টম ল্যাথাম (অধিনায়ক), টম বøান্ডেল, চ্যাড বাওয়েস, ম্যাট হেনরি, বেন লিস্টার, কোল ম্যাকনকি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, হেনরি শিপলি, ইশ সোধি, বেøয়ার টিকনার, উইল ইয়াং।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com