বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার রমজাননগরে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ সেপ্টেম্বর রবিবার বিকাল ৪ টায় মানিকখালী শাপলা একাডেমির আয়োজনে রমজাননগর এ করিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, নূরনগর আশালতা ফুটবল একাডেমির কর্মকর্তা-সদস্যবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকা ও বিভিন্ন এলাকা থেকে আগত ফুটবল প্রেমী দর্শক শ্রোতার উপস্থিতিতে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় নূরনগর আশালতা ফুটবল একাডেমি বনাম মানিকখালি শাপলা একাডেমীর মধ্যে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় নির্ধারিত সময়ের মধ্যে ১-১ গোলে অমিমাংশিত ভাবে শেষ হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে ৭-৬ গোলে স্বাগতিক মানিকখালী শাপলা ফুটবল একাডেমিকে পরাজিত করে নূরনগর আশালতা ফুটবল একাডেমি অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত খেলাটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন এবং বিজয়ী দলকে পুরস্কৃত করেন ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন মোঃ মুনির আহমেদ, এস এম মনিরুজ্জামান পলাশ, মোস্তফা আল হুসাইন, বিলাল মলিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।