বিশেষ প্রতিনিধি \ কালীগঞ্জ উপজেলার রতনপুর কদমতলায় ৮ দলীয় সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টে-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কদমতলা পিডি কে মিতালী সংঘের আয়োজনে মিতালী সংঘের মাঠে সারাদিন ব্যাপী এলাকা ও বিভিন্ন এলাকা থেকে আগত ক্রিড়া প্রেমী হাজার হাজার দর্শক শ্রোতার উপস্থিতিতে ৮ দলীয় সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এলাকা ও বিভিন্ন এলাকা থেকে নামিদামি খেলোয়াড়দের সমন্বয়ে ফাইনাল খেলায় কাটুনিয়া আকাশ বন্ধু মহল প্রথমে ব্যাটিং করে সবকয়টি উইকেট হারিয়ে ৬৯ রান করতে সক্ষম হয়। জবাবে নূরনগর ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব ৪ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে কাঙ্খিত রান করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত খেলায় পি ডি কে মিতালী সংঘের সভাপতি প্রধান শিক্ষক মোঃ আব্দুর রফিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন। উদ্বোধক হিসেবে খেলাটি উদ্বোধন করেন প্রধান শিক্ষক ফিফা রেফারি শেখ ইকবালুল আলম বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক পরেশচন্দ্র মিস্ত্রি, ইউপি সদস্য আব্দুল কাদের, বাবু গাজী, দিদার হোসেন, আবুল কালাম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ এবাদুল হোসেন প্রমূখ। খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন প্রভাষক শফিক আহমেদ দবীর, শিক্ষক আমিনুর রহমান, আজাদুর রহমান, তৌহিদুর রহমান নিউটন, ডিউক, শামীম। আম্পায়ার হিসেবে খেলাটি পরিচালনা করেন খোকন, রাসেল, সবুর ও সুভাস। ধারাভাষ্য হিসেবে ছিলেন শিক্ষক মোঃ ইসমাইল হোসেন মিলন। উক্ত খেলায় চাম্পিয়ান পুরস্কার স্পন্সর করেন এ্যাডঃ আরিফুল ইসলাম সুপ্রিম কোর্ট ঢাকা ও রানার্সআপ পুরস্কার স্পন্সর করেন বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান।