সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শুল্কমুক্ত সুবিধায় হাজার হাজার টন চাল আমদানিতেও বাজারে প্রভাব পড়েনি বিএনপির মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শীতজনিত রোগীর চাপ রাজধানীসহ দেশের প্রতিটি হাসপাতালে বাড়ছে সাতক্ষীরা পৌর—মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ: হাইকোর্ট স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু সম্মেলনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত মোবাইল—ইন্টারনেটে কর প্রত্যাহার না হলে এনবিআর ঘেরাওয়ের হুঁশিয়ারি ভারত থেকে এলো ২৭ হাজার মেট্রিক টন চাল টিউলিপের উচিত ক্ষমা চাওয়া: ইউনূস বিজিবি—জনগণ ‘শক্ত অবস্থান’ নেওয়ায় ভারত পিছু হটেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

৯ ঘণ্টা চলেছে মেট্রোরেল, খুশি ইজতেমার মুসলি­রা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

এফএনএস: আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হয়েছে গতকাল রোববার। মুসলি­দের যাতায়াতের সুবিধা করে দিতে প্রথমবারের মতো মেট্রোরেল ৯ ঘণ্টা চলাচল করেছে। গতকাল সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যাত্রী পরিবহন করেছে মেট্রোরেল। ইজতেমায় আসা-যাওয়ায় বাড়তি সুবিধা পেয়ে উচ্ছ¡াস প্রকাশ করেছেন যাত্রীরা। গতকাল রোববার দুপুরে মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে কথা হয় বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাড়ি ফিরতে থাকা যাত্রীদের সঙ্গে। তাদের অনেকেই বলেন, বিগত বছরগুলোয় ইজতেমার শেষ দিন মোনাজাতে অংশগ্রহণ করতে যাওয়া ও ফেরাটা অনেক কষ্টসাধ্য বিষয় ছিল। শেষ দিনে রাস্তায় গণপরিবহন থাকতো না বলে কুড়িল বিশ্বরোড থেকেই হেঁটে টঙ্গী পর্যন্ত যেতো হতো। আসতেও একই ভোগান্তিতে পড়তে হতো তাদের। কিন্তু এবার মেট্রোরেল চালু হওয়াই সেই ভোগান্তি একেবারেই দূর হয়ে গেছে। মোনাজাত শেষ করে ছোট সন্তানকে নিয়ে বাড়ি ফেরা মুসলি­ আমিরুল হোসেন বলেন, ‘আমার ছেলেটা আগে থেকেই আবদার করছিল ইজতেমায় যাওয়ার। এর আগের বছর কষ্ট হবে বলে সঙ্গে নেইনি। মেট্রোরেল চালু হওয়ায় তাকে নিয়ে যাওয়ার সাহস করেছি। সুবিধাও পেয়েছি। তেমন কোনো কষ্ট হয়নি।’ প্রথমবার মেট্রোরেল চড়া ও ইজতেমায় যাওয়ায় ছেলে আহনাফ হোসেন দ্বিগুণ খুশি বলেও জানান বাবা আমিরুল হোসেন। মেট্রোরেল চড়ার অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করলে উচ্ছ¡সিত হয়ে ‘ভালো’ বলেই হাসতে থাকে আহনাফ। ইজতেমার মোনাজাত শেষ করে ফেরা মিরপুর-১৪-এর বাসিন্দা সুরুজ মিয়া বলেন, ‘আমি প্রত্যেক বছরই ইজতেমায় যাই। কিন্তু এবার এত আরামে আসা-যাওয়া করছি বিশ্বাসী হচ্ছে না। উত্তরা স্টেশনে নেমেই একটা অটো নিয়ে সরাসরি মাঠে (ইজতেমা) চলে যাই।’ মেট্রোরেল সুবিধার কারণে সময় ও শ্রম দুটিই বেঁচে গেছে মন্তব্য করে ইজতেমার মোনাজাত শেষ করে ফেরা চাকরিজীবী কবির বলেন, ‘মেট্রোরেলে সহজে ইজতেমায় যাওয়া-আসাটা একটা বিস্ময়ের মতো লেগেছে আমার কাছে। আগের বছরগুলোয় হেঁটে যাওয়া-আসা করার কারণে সারা দিন লেগে যেতো। আর পরিশ্রম তো ছিলই। এখন ১০ মিনিটেই উত্তরা। ওখান থেকে সহজেই অটোরিকশায় ইজতেমার ময়দানে। সময়ও বাঁচলো, কষ্টও হলো না।’ ইজতেমায় যাওয়া-আসা করা অনেক মুসলি­ গতকালই প্রথমবারের মতো মেট্রোরেলে চড়ার অভিজ্ঞতা নেন। সেই সঙ্গে সহজেই ইজতেমায় পৌঁছানোর অভিজ্ঞতা হওয়াই সবাই আনন্দের অনুভ‚তি প্রকাশ করেন। মেট্রোরেল চলাচলের সময় বাড়ায় শুধু ইজতেমার মুসলি­রাই নন, সুবিধা পাচ্ছেন মেট্রোতে চড়তে আসা আগ্রহী যাত্রী ও নিয়মিত যাত্রীরাও। উলে­খ্য, গত ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল বা এমআরটি লাইন-৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরদিন ২৯ ডিসেম্বর থেকে সাধারণ যাত্রী পরিবহন শুরু করে মেট্রোরেল। শুরুতে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোরেল যাত্রী পরিবহন করছে। এখন চলছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। আর ২৫ জানুয়ারি থেকে মেট্রোরেল পল­বী স্টেশনেও থামবে। ওই দিন থেকে পল­বী স্টেশন খুলে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com