কেশবপুর ব্যুরো ॥ যশোরের কেশবপুরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ করা হয়েছে। রবিবার (৯ জুন) বিকেলে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে ৯’শত কৃষকদের মাঝে ওই নারিকেলের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার সভাপতিত্ব করেন এবং কৃষকদের হাতে নারিকেলের চারা তুলে দেন। অনুষ্ঠানে উপ-সহকারি কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস এর সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুজন কুমার চন্দ্র ও ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল। আলোচনা শেষে উপজেলার ৯’শত কৃষকের মধ্যে প্রত্যেককে ৫টি করে নারিকেলের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার জাহাঙ্গীর হোসেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা দ্বীপ জয় বিশ্বাস, মিলন দাস, শাহাদাৎ হোসেন, শুভঙ্কর রায়, বিকাশ কুমার মন্ডলসহ উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকবৃন্দ।