বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) শাহীন সুলতানা। কমিটির সদস্য সচিব মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু প্রমুখ। সভায় ক্লাবের সদস্যদের জার্সি, ট্রাউজার, পরিচয়পত্র, সনদ বিতরণ, অনলাইনে ডাটাবেজে সদস্যদের তথ্য ইনপুট, ক্লাবে কারাতে প্রশিক্ষণ, বিভিন্ন দিবস পালন ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।