বাংলাদেশ গর্বের আর মর্যাদার যাত্রা শুরু করেছে। আন্তর্জাতিক বিশ্বে বর্তমান সময়ে বাংলাদেশ বিশেষ ভাবে আলোচিত এবং আলোকিত। আর অতি আলোচিত ও আলোকিত করনের ক্ষেত্রে যে ঘটনা এবং স্থাপনা বিশেষ ভাবে প্রয়োজনে এসেছে তা হলো পদ্মা সেতু। সত্যিকার অর্থে পদ্মা সেতু বাংলাদেশকে নতুন যাত্রায় সংযোজন করেছে। বিশ্বের শত শত কোটি মানুষ গভীর ভাবে প্রত্যক্ষ করছে যে বাংলাদেশ নিজেই নিজের অর্থে পদ্মা সেতু নির্মান করেছে। আমাদের জন্য বিশেষ মর্যাদা আর সম্মানের মহাক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে পদ্মা সেতু, এই সেতু আমাদের দেশের অর্থনীতিকে বিশেষ ভাবে এগিয়ে নিচ্ছে। দেশের অন্তত একুশটি জেলার সাথে সরাসরি যোগাযোগ স্থাপনে এই সেতু অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের অর্থনীতির বিশেষ মর্যাদা কেবল নেইনি পদ্মাসেতু এই সেতু দেশের আর্থ সামাজিক উন্নয়নে কাঙ্খিত ভূমিকা রাখবে। সাতক্ষীরা হতে প্রকাশিত এবং বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত গতকাল পদ্মা সেতু স্বপ্ন নয়, বাস্তব শিরোনামে অতি জনগুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করে। প্রকাশিত প্রতিবেদনে পদ্মা সেতু দেশের অহংকার এবং মর্যাদার প্রতিক হিসেবে বর্ণনা করার পাশাপাশি এই সেতু নির্মানে বিশ্ব ব্যাংক সহ আন্তর্জাতিক অপরাপর সংস্থা গুলো ঋণদানে বিভিন্ন ধরনের শর্ত আরোপ করে একই সাথে দেশের জন্য অসম্মানকর বক্তব্য প্রদান করলে আমাদের প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দেন দেশকে কোন ভাবে অসম্মান হতে দেওয়া যাবে না। প্রয়োজনে আমরা আমাদের অর্থ দিয়ে পদ্মা সেতু নির্মান করবো, প্রধানমন্ত্রীর ঘোষনা বাস্তবায়ন হয়েছে, বাংলাদেশ নিজের অর্থে বিশ্বের বিস্ময় পদ্মা সেতু নির্মান করেছে।