স্টাফ রিপোর্টার ঃ যশোর র্যাবের অভিযানে ১টি বিদেশী পিস্তল গুলি সহ ২ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আটককৃত হলেন যশোর জেলার অভয়নগর থানার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের আলী আহমেদ তরফদারের পুত্র তারেক আহমেদ সজল (৩৮)। অপরজন হলেন অভয়নগর থানার চালিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের মৃত মাহমুদের পুত্র মারুফ ৩২। র্যাব সূত্রে জানাগেছ, গতকাল বিকালে যশোর জেলার অভয়নগর থানাধীন চলিশিয়া ইউনিয়ন এলাকায় তাহারা মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করিতেছিল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাদের কে আটক করে। আটককৃত আসামীকে যশোর জেলার অভয়নগর থানায় হস্তান্তর পুর্বক মামলা রুজু করা হয়। র্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ কোম্পানী কমান্ডার স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করেছেন।