এফএনএস : সিলেটের জৈন্তাপুরে টিলা ধসে ঘরের উপর পড়ে একই পরিবারের চারজনের প্রাণ গেছে। এ ঘটনায় এক শিশুসহ আহত হয়েছে আটজন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের পুর্ব সাতজনি গ্রামে এ ঘটনা ঘটে বলে জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান। মৃতরা হলেন-ওই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে জুবায়ের আহমদ (৩৫),তার স্ত্রী সুমি বেগম (৩০), ছেলে সাফি আহমদ (৫) ও বড় ভাই মাওলানা রফিক আহমদের স্ত্রী শামীম আরা বেগম (৪৮)। আহতরা হলেন- আব্দুল করিম (৮০), খয়রুন নেছা (৭৫), মাওলানা রফিক আহমদ (৬০), ফাইজা বেগম (২০), লুৎফা বেগম (২০), রাফিউল ইসলাম (১০), মেহেরুন নেছা (৪০) ও হাম্মাদ (৩)৷ওসি বলেন, জুবায়ের তার পরিবারের সঙ্গে টিলার নিচে একটি টিনশেড ঘরে থাকতেন। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে টিলা ধসে তাদের ঘরের ওপর পড়লে চারজনেই মৃত্যু হয়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে তাদের দুটি ইউনিট গিয়ে চারজনের লাশ উদ্ধার করে। পূর্বসাতজনি গ্রামের আরও ১০/১২টি পরিবার টিলার নিচে ঝুঁকি নিয়ে বসবাস করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ বিষয়ে জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী বলেন, “টিলার নিচে ঝুঁকিপূর্ণভাবে থাকা লোকজনদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে।” এদিকে টিলা ধসে মৃত্যুর ঘটনায় মৃত প্রত্যেককে ২০ হাজার টাকা ও আহতদের পাঁচ হাজার টাকা করে সহায়তা এবং তাদের চিকিৎসার তদারকি করা হচ্ছে বলে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান জানান।