রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ভারতে বাস খাদে পড়ে ২৫ তীর্থযাত্রীর মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুন, ২০২২

এফএনএস বিদেশ : ভারতে উত্তরাখন্ডে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পড়ে ২৫ জন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। তারা সবাই তীর্থযাত্রী এবং মধ্যপ্রদেশের বাসিন্দা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার ২৮ জন যাত্রী নিয়ে বাসটি পার্বত্য রাজ্যের একটি প্রধান তীর্থস্থান যমুনোত্রীর পথে এই দুর্ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, দুঘটনার খবর পেয়ে রাজ্যের মন্ত্রী বিজেন্দ্র প্রতাপ সিং, ডিজিপি সুধীর সাক্সেনা, অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) রাজেশ রাজোরা এবং পুরো দল সঙ্গে সঙ্গে রাতেই দেরাদুনে রওনা দেয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। উত্তরাখন্ডে বাস দুর্ঘটনায় যারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ এবং আহতদের জন্য ৫০০০০ করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় টুইট করেছে, “রাজ্য সরকারের তত্ত¡াবধানে, স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে সমস্ত সম্ভাব্য সহায়তায় নিযুক্ত রয়েছে।” উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, তিনি দুর্যোগ নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছে পরিস্থিতির উপর নজর রাখছেন। রাজ্য প্রশাসন এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এই ঘটনার বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে। উদ্ধার অভিযান চলছে। আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com