মাসুম প্রতাপনগর (আশাশুনি) থেকে \ প্রতাপনগরে মুজিব শতবর্ষের গৃহ নির্মাণের জমি ক্রয়ের জন্য স্থান পরিদর্শন করলেন অতিঃ জেলা প্রশাসক সার্বিক কাজী আরিফুর রহমান। গতকাল বেলা ১২ টায় এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। প্রতাপনগর ইউনিয়নের গড়ুই মহল খালের উত্তর অংশের প্রায় ১০ বিঘা জমি সরকারি অর্থায়নে ক্রয় করে গৃহহীনদের ঘর নির্মাণ করে দেওয়া হবে বলে জানা গেছে। এ জন্য জমি দেখতে অতিঃ জেলা প্রশাসক সার্বিক কাজী আরিফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিন সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খাঁন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালীর উপস্থিতে জমি দেখভাল করেন ও জমি মালিক আফদারের সাথে মতবিনিময় করেন। এসময় ইউপি সদস্য বৃন্দ, প্রতাপনগর ইউনিয়ন ছাত্রলীগ প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান মিলন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।