নগরঘাটা প্রতিনিধি ঃ সাতক্ষীরা থেকে প্রকাশিত বহুল প্রচারিত পাঠক নন্দিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকায় গত ৫ জুন “ত্রিশমাইল সড়কে উঠে গেছে পিচ ঃ দূর্ঘটনার আশঙ্কা” শিরোনামে একটি বস্তুনিষ্ট সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে সংশিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হলে গত ৭জুন উঠে যাওয়া পিচের স্তূপ রুলার দিয়ে সমান করে পূনঃসংস্কার করে দেয়। পক্ষান্তরে এলাকাবাসী জানান সড়কটি অতিদ্রুত সংস্কারের ফলে দূর্ঘটনার কবল থেকে অনেকেই রক্ষা পেলো। এ ব্যাপারে পত্রিকায় বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের ফলে সড়কটি দ্রুত সংস্কার হওয়ায় দৈনিক দৃষ্টিপাত পরিবারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন পথচারীসহ এলাকাবাসী।