বাংলাদেশের মানুষ বারবার প্রকৃতির দূর্যোগ দুর্বিপাক কে মোকাবিলা করে আসছে। বছরের বিভিন্ন সময় গুলোতে এদেশের মানুষ প্রকৃতির সাথে যে ভাবে লড়াই করে আসছে তা কোন ভাবেই সামান্য কিছু নয়, বলা যায় এদেশের মানুষ বিশেষ করে উপকুলীয় এলাকার জনসাধারন প্রকৃতির নিষ্ঠুরতাকে প্রতিনিয়ত মোকাবিলা করছে এবং প্রকৃতিকে জয় করে বলেছে, আমাদের দেশের উপকুলীয় এলাকার লোকজন মানসিক দিয়ে সত্যিকার অর্থে শক্তিশালী, বাংলাদেশ প্রকৃতির সাথে লড়াই করে চলেছে এবং প্রকৃতি কে ধাক্কা দিয়ে নিজেকে রক্ষা করে চলেছে আর এটা বর্তমান সময়ে বিশ্বের বিস্ময়। বিশ্ববাসি অত্যন্ত গভীর ভাবে, বিস্ময়ের সাথে প্রত্যক্ষ করে বলেছে যে বাংলাদেশ প্রকৃতির সাথে লড়াই করে কি ভাবে নিজেদেরকে রক্ষা করে চলেছে। এদেশের মানুষ শুধু মাত্র প্রকৃতির সাথে লড়াই করে চলেছে তা নয় সময়ে সময়ে নানান ধরনের দূর্ঘটনার ও কঠোর এবং সফল ভাবে মোকাবিলা করে চলেছে। আগুন ধরা, সড়ক দূর্ঘটনা, ভবন ঢসে পড়া সহ বহুবিধ সাময়িক দূর্ঘটনাকেও অত্যন্ত দক্ষতার সাথে মোকাবিলা করে চলেছে আমাদের দেশ। অতি স¤প্রতি চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কনটেইনারে আগুন লেগে এক মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটেছে। উক্ত আগুনে অর্ধশতাধিক মানব সন্তানের প্রাণ গেছে। এ ক্ষেত্রে মানুষের জন্য মানুষের কতটুকু দরদ আর সহানুভূতি তা কেবলমাত্র এদেশের জনগনই দেখিয়েছে। প্রকৃতির সাথে যুদ্ধ করা বাংলাদেশ বারবার ঘুরে দাঁড়িয়েছে, আগুনের সাথে যুদ্ধ করে এদেশের মানুষ জয়ী হয়েছে। সব ধরনের প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট দুর্যোগ হতে দেশ রক্ষা পাক এই প্রত্যাশা।