কুশোডাঙ্গা কলারোয়া প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাজিরহাট টু খোরদো পাকা সড়কের দুই পাশের শতাধিক গাছ মরে গেছে,অধিকাংশ গাছের মূল শিকড় নষ্ট হয়ে গেছে ফলে যে কোন সময় ঘটতে পারে বড় দূর্ঘটনা। পথচারী,যাত্রী ও যানবাহন চালকেরা ঝুঁকি নিয়ে চলাচল করছে। জানা গেছে, কাজিরহাট টু খোরদো পর্যন্ত মোট ১১কিলোমিটার সড়কের দুই পাশে শিশু ও শিলকড়াইসহ নানা রকমের গাছ রয়েছে। সেই গাছগুলো ধীরে ধীরে বড় হয়ে পথচারীদের ছায়া দিতে শুরু করে। কিন্তু আম্ফান ঝড়ের তাণ্ডবে কিছি গাছ দুমড়ে-মুচড়ে যায়। ইহা ছাড়াও শতাধিক গাছ মরে গেছে। অধিকাংশ গাছের মূল শিকড় নষ্ট হয়ে গেছে। আরিজুল নামের এক পথচারী বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন কলারোয়া উপজেলার হাজার হাজার মানুষ চলাচল করে। প্রায়ই শুকনো ডাল পড়ে আহত হয় পথচারীরা। অতি দ্রুত সড়কের দুপাশের মরা গাছগুলো অপসারণ করা হোক। তা না হলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। মহেন্দ্র চালক শহিদুল হক ও মোটরসাইকেল চালক রবিউল ইসলাম জানান, জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীবাহী গাড়ি নিয়ে যাতায়াত করেন তারা। মাঝে-মধ্যে হঠাৎ গাছের বড় বড় ডাল ভেঙে পড়ে। যত দ্রুত সম্ভব গাছগুলো অপসারন করার দাবি জানান তারা। কাজির হাট টু খোরদো সড়কের শুকিয়ে যাওয়া গাছগুলো বনবিভাগের, গাছগুলো মরে যাওয়ার ফলে মানুষের চলাচলে বিপদের আশঙ্কা রয়েছে বলে জানান ও বনবিভাগের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার সচেতন মহল।