আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে সামুদ্রিক জলসীমায় ৬৫দিন (২০ মে হতে ২৩ জুলাই/২০২২) মৎস্য আহরনে বিরত থাকা জেলেদের জন্য মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ১ম কিস্তির ১১৬৫জেলেদের মাথাপিছু ৫৬কেজি করে ভিজিএফ এর চাউল বিতরণ করা হবে। বৃহস্পতিবার সকাল থেকে বুধহাটা-৪০জন, কুল্যা-৩জন, দরগাপুর-৫জন, বড়দল-৪৮জন, শ্রীউলা-৩৩জন, খাজরা-১৪জন, আনুলিয়া-১২৪জন, প্রতাপনগর-৮৬৪জন ও কাদাকাটি ইউনিয়নের-৪জন মৎস্য জীবি এ সুবিধা প্রাপ্তির আওতায় আসছে। উপজেলার ৯টি ইউনিয়নের মোট ১১৬৫জন মৎস্য জীবি পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হবে বলে নিশ্চিত করেছে সিনিয়র উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। উলেখ্য, আশাশুনি এবং শোভনালী ইউনিয়নে সমুদ্রগামী মৎস্যজীবি না থাকায় তারা এ কর্মসূচির বাহিরে থাকছে।