তালা প্রতিনিধি \ তালা উপজেলায় ভরাট হয়ে যাওয়া ৩টি খাল মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পুনঃ খনন প্রকল্প চলমান রয়েছে। খাল ৩টি খনন হলে এলাকার জলাবদ্ধতা নিরসন সহ মৎস্য সম্পদ বৃদ্ধি হবে। খাল ৩টি খননের ফলে এলাকায় ইতিবাচক ও নেতিবাচক প্রভাব সৃষ্টি হতে পারে। এজন্য খাল সংশ্লিষ্ট এলাকার সামাজিক ও পরিবেশ সুরক্ষায় করণীয় বিষয়ক দিনব্যপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে, বুধবার (৮জুন) সকালে তালা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস এর সভাপতিত্বে, কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংশ্লিষ্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরী খুলনার স.ম. রেজাউল করিম, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, খলিশখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপাক সাবীর হোসেন, তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন, সদর প্রেসক্লাব সভাপতি আব্দুল জব্বার প্রমুখ। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্নীগ্ধা খাঁ বাবলী। কর্মশালায় সাংবাদিকসহ মৎস্যজীবী, মৎস্যচাষী, মৎস্যজীবী সমবায় সমিতির নেতৃবৃন্দ, মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকল্পের ফেডারেশন এর নেতৃবৃন্দ সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় খাল খননের স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করা সহ পরিবেশ এবং প্রতিবেশ রক্ষার উপর আলোচনা হয়।