শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন

প্রতাপনগর পদ্মপুকুরে ম্যানগ্রোভ বনায়ন কর্মসূচি পরিদর্শন করেন ফ্রেন্ডশীফ প্রতিষ্ঠাতা পরিচালক রুনা খান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

মাসুম প্রতাপনগর (আশাশুনি) থেকে \ প্রতাপনগর নাকনা পদ্মপুকুরে ম্যানগ্রোভ বনায়ন কর্মসূচির কার্যক্রম পরিদর্শন করেন ফ্রেন্ডশীফ প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রুনা খান। ফ্রেন্ডশিপ একটি টেকসই, সমন্বিত উন্নয়ন পদ্ধতির মাধ্যমে মানুষকে ক্ষমতায়নে কাজ করে। তাঁরই ধারাবাহিকতায় দক্ষিণ বঙ্গের উপকূলীয় অঞ্চল প্রতাপনগর, পদ্মপুকুর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা, চর ও বেড়িবাঁধ ভাঙ্গন রোধে অন্যতম ভূমিকা পালন করে চর বনায়ন সৃষ্টি করে চলেছে। ৭ জুন মঙ্গলবার পদ্মপুকুরে প্রতাপনগর চাকলায় আশ্রয় শেল্টার ও নাকনায় ম্যানগ্রোভ চর বনায়ন নির্মাণ সৃষ্ট চলমান কার্যক্রম পরিদর্শন করেন ফ্রেন্ডশীফ প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রুনা খান, এ সময় তাঁর সফর সঙ্গী ছিলেন ফ্রেন্ডশীফ এর পরিচালনা পর্ষদের অন্যতম কর্মকর্তা মিঃ পেট্রিক লোস, ইফতেখার উদ্দিন মাহমুদ, মনির হোসেন, ভেরোনিকা স্টোফেন ভ্যান হট, মিজানুর রহমান, কাজী এমদাদুল হক, মোহাম্মদ শাখাওয়াত হোসেন, মঈদুল ইসলাম মানি প্রভা, ইউনুচ আলী। পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ ও প্রতাপনগর পূর্ব নাকনায় ম্যানগ্রোভ চর বনায়ন কর্মসূচি পরিদর্শন কালে মাষ্টার আলমগীর হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com