আশাশুনি প্রতিনিধি \ মহানবী হযরত মুহাম্মাদ (সঃ)কে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ভারতের ক্ষমতাতাসীন দল বিজিপির দুই নেতা নূপুর শর্মা ও নাভিন জিন্দালের সর্ব্বোচ্চ শাস্তির দাবীতে আশাশুনিতে সহস্রাধিক মুসলমান বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। নবীকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে এ বিক্ষোভ সামাবেশে বক্তারা তাদেরকে হেদায়েত দানের অথবা ধ্বংশ করার জন্য মহান রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করেন। ঐক্যবদ্ধ সংগ্রামে সামিল মুসলিম জনতা প্রিয় নবীকে নিয়ে কটুক্তি কখনো মুসলমানরা মেনে নেয় নি আর কখনোই মেনে নেবে না বলে জানান। নবীকে নিয়ে যারা কটুক্তি করেছে তাদেরকে ভারত সরকার উপযুক্ত বিচার না করলে ঐ সরকারকে বাধ্য করতে মুসলিম জনতা রাজপথে আছে এবং থাকবে দাবি করে বক্তারা এসময় বাংলাদেশ সরকারকে ভারত সরকারকে ন্যায় বিচারের দাবিতে চাপ প্রয়োগের আহবান জানান। শুক্রবার জুম্মার নামাজ শেষে আশাশুনির মুসলিম তৌহদি জনতার আয়োজনে বিশাল বিক্ষোভ মিছিল ও অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আশাশুনি সদর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওঃ আবু জাহেদ আব্দুলাহ। সাংবাদিক এম এম সাহেব আলীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য আশাশুনি উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মহিতুর রহমান, থানা জামে মসজিদের ইমাম ও আশাশুনি সরকারি কলেজের প্রভাষক হাফেজ মোঃ বাকি বিলাহ, আশাশুনি থানা জামে মসজিদের সেক্রেটারী এবং আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক আসিব ইকবাসহ বিভিন্ন মসজিদের ইমাম মোয়ার্জেন ও মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দদ প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যেক মসজিদে জুম্মা শেষে মুসলিদের অংশ গ্রহনে এ উপলক্ষে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।