আশাশুনি প্রতিনিধি/বুধহাটা প্রতিনিধি \ আশাশুনি উপজেলার কুঁন্দুড়িয়া পাইথালী নৈকাটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১০ জুন) সকাল ৯টায় স্কুল চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান শিক্ষক আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি, ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। এসময় আশাশুনি উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মুসলেমা খাতুন, সহকারী প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র, পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক মোস্তাফিজুর রহমান, মতিয়ার রহমান, বিকাশ চন্দ্র মন্ডল, মুরশীদ হাবীব, দাতা সদস্য গোলাম রব্বানী, বিদ্যুৎসাহী সদস্য গনেশ চন্দ্র গাইন, শিক্ষকমন্ডলীসহ বিদায়ী ও অন্যান্য শ্রেনীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উলেখ্য, এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিতে প্রতিষ্ঠান থেকে ১১১জন রেগুলার ও ৩৩জন ভোকেশনাল শিক্ষার্থী বিদায়ী সংবর্ধনা পেয়েছে।