শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন

কালিগঞ্জে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে যাত্রাপালা মঞ্চ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১১ জুন, ২০২২

কালিগঞ্জ প্রতিনিধি\ স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমানের জম্ম শতবর্ষ উপলক্ষে কালিগঞ্জে আলোচনা সভা ও যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যাত্রা ফেডারেশনের আয়োজনে বৃহস্পতিবার রাত ১০টায় কাঁকশিয়ালী ব্রীজের নীচে সার্বজনীন দুর্গাপুজা মন্ডপের সামনে উপজেলা যাত্রা ফেডারেশনের সভাপতি কাজী আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, যুব মহিলা লীগের সভানেত্রী ফতেমা আক্তার রিক্তা, কৃষ্ণনগর ইউনিয়ন যুব মহিলা যুবলীগের সভানেত্রী শ্যামলী রানী অধিকারী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, শ্রমিকলীগের সভাপতি শেখ শাহজালাল, ইউপি সদস্য আবু মুসা প্রমুখ। আলোচনা সভা শেষে হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রাণ যাত্রাপালাকে নতুনভাবে পূণঃরুজ্জীবিত করতে নির্মল মুখোপাধ্যায় রচিত “স্বামীর চিতা জ্বলছে” মঞ্চস্থ করা হয়। এসময় যাত্রাপালায় অভিনয় করেন গোপী ঘোষ, বাবলু, জুলু, মোমেন, স্বপন, পারভেজ, আব্দুর রব, হযরত আলী, তাপস, বাসুদেব, হীরা, টুম্পা, রুপালী ও বাসন্তী, বাপি ঘোষ ও শিশু শিল্পীসহ অন্যান্য অভিনেতারা। দীর্ঘ কয়েক বছর উপজেলা সদরে যাত্রাপালা মঞ্চস্থ হওয়ায় এলাকার সকল শ্রেণি পেশার মানুষ গভীর রাত পর্যন্ত যাত্রাপালা উপভোগ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com