কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া বাজার থেকে রাফসান জনি (২৮) নামে এক ভূয়া পুলিশকে সদস্যকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুর ১২ টার দিকে কলারোয়া কাঁচা বাজার থেকে তাকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে পুলিশের স্টিকার লাগানো ১৫০ সিসি’র একটি টিভিএস মোটরসাইকেল ও তিনটি মোবাইল জব্দ করা হয়। আটককৃত ওই যুবক উপজেলার ব্রজবাকস গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছিরউদ্দীন মৃধা জানান, শুক্রবার ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন,কলারোয়া বাজারের কাঁচা বাজার এলাকায় পুলিশ পরিচয় দিয়ে অপরাধ মূলক কাজ করার চেষ্টা করছে। পরে ওসি তদন্ত হাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌছে তাকে পাশে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। সে পুলিশ সদস্য বলে পরিচয় দেয়। তার কর্মস্থল জানতে চাইলে সন্তোষজনক জবাব না দেওয়ায় তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত পুলিশের স্টিকার লাগানো ওই মোটরসাইকেল ও তিনটি মোবাইল জব্দ করা হয়। তিনি আরো বলেন, ধারনা করা হচ্ছে এভাবে পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইসহ অনেক অপরাধ মুলক কাজের সাথে সে জড়িত। এ ব্যাপারে তার বিরুদ্ধে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে বলেও তিনি জানান।